জুমবাংলা ডেস্ক : সিলেটে গণঅভ্যুত্থানে পেশাগত দায়িত্ব পালনকালে গুলিতে নিহত সাংবাদিক এটিএম তুরাব হত্যা মামলার মূল অভিযুক্ত সিলেট মেট্রোপলিটন পুলিশের সাবেক অতিরিক্ত উপ-কমিশনার সাদেক কাওসার দস্তগীরকে ৫ দিনের রিমান্ডে নেয়ার নির্দেশ দিয়েছেন আদালত।
বৃহস্পতিবার বিকেল সোয়া ৫টার দিকে তাকে অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে সেনা ও পুলিশের কড়া পাহারায় তোলা হয়। পরে পুলিশ দস্তগীরকে ৭ দিনের আবেদন করলে আদালতের বিচারক মো. আব্দুল মোমেন তাকে ৫ দিনের রিমান্ডে নেয়ার নির্দেশ দেন। বিষয়টি নিশ্চিত করে মামলার বাদীপক্ষের আইনজীবী আব্দুর রব।
এর আগে, বুধবার বিকেল ৫টার দিকে শেরপুর জেলার একটি এলাকা থেকে তাকে গ্রেফতার করে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। সাদেক কাউসার দস্তগীর সিলেট মহানগর পুলিশের সাবেক অতিরিক্ত উপকমিশনারের দায়িত্বে ছিলেন। বর্তমানে তিনি শেরপুরের ইন-সার্ভিস ট্রেনিং সেন্টারে অতিরিক্ত পুলিশ সুপার হিসেবে কর্মরত ছিলেন।
এদিকে প্রত্যক্ষদর্শীরা জানায়, দুপুর থেকে সিলেটে আদালত এলাকায় কঠোর নিরাপত্তা বেষ্টনী তৈরি করেছিল পুলিশ। বিকেল সোয়া ৫টার দিকে পিবিআই সিলেট কার্যালয় থেকে সাদেক কাউসার দস্তগীরকে প্রিজন ভ্যানে করে আদালত প্রাঙ্গণে নিয়ে আসা হলে উৎসুক জনতা স্লোগান দিতে থাকেন। তারা সাংবাদিক হত্যার বিচার এবং সাদেক কাউসার দস্তগীরের সর্বোচ্চ শাস্তি ফাঁসির দাবি জানান। এ সময় আদালতে তাকে অনেকে কিল-ঘুষি মারেন। পরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা তাকে নিবৃত্ত করার চেষ্টা করে। শুনানি শেষে আদালত প্রাঙ্গণ থেকে তাকে পিবিআই সিলেট কার্যালয়ে নিয়ে যাওয়া হয়।
উল্লেখ্য, গত ১৯ জুলাই সিলেট নগরীর বন্দরবাজারে পেশাগত দায়িত্ব পালনকালে পুলিশের গুলিতে প্রাণ হারান সাংবাদিক এটিএম তুরাব। রাজনৈতিক পটপরিবর্তনের পর ১৯ আগস্ট সিলেটের অতিরিক্ত মুখ্য মহানগর হাকিম আদালতের বিচারক আব্দুল মোমেনের আদালতে একটি হত্যা মামলা দায়ের করেন নিহতের ভাই আবুল হাসান মো. আজরফ (জাবুর)। মামলায় সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, সিলেট মহানগর পুলিশের (এসএমপি) অতিরিক্ত উপকমিশনার (ক্রাইম- উত্তর) মো. সাদেক দস্তগীর কাউছার, উপকমিশনার (উত্তর) অতিরিক্ত ডিআইজি আজবাহার আলী শেখসহ ১৮ জনের নাম উল্লেখ করা হয়। এছাড়া মামলায় আরো ২০০ থেকে ২৫০ জনকে অজ্ঞাত আসামি করা হয়।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।