আন্তর্জাতিক ডেস্ক : রাশিয়ার সাবেক প্রেসিডেন্ট দিমিত্রি মেদভেদেভ মঙ্গলবার বলেছেন, ইউক্রেনে রাশিয়া তার কাঙ্খিত সব লক্ষ্য অর্জন করবে এবং পরবর্তীতে শান্তি চুক্তির জন্য তারা শর্ত বেঁধে দেবেন। আর সে শর্ত অনুযায়ী হবে শান্তি চুক্তি।
এ ব্যাপারে সাবেক প্রেসিডেন্ট ও এবং রাশিয়ার নিরাপত্তা কাউন্সিলের ডেপুটি চেয়ারম্যান মেদভেদেভ টেলিগ্রামে বলেন, রাশিয়া তার সব লক্ষ্য অর্জন করবে। শান্তি (চুক্তি) হবে-আমাদের শর্ত অনুযায়ী।
দিমিত্রি মেদভেদেভকে এক সময় দেখা হত একজন সংস্কারক হিসেবে। কিন্তু বর্তমানে তিনি সংস্কারক থেকে হার্ডলাইনার হয়ে গেছেন।
রাশিয়া ইউক্রেনে হামলা করার পর ইউক্রেনকে নিয়ে তীর্যক সব মন্তব্য করে যাচ্ছেন তিনি।
কয়েকদিন আগে দিমিত্রি মেদভেদেভ বলেছিলেন, দুই বছর পর বিশ্ব মানচিত্রে ইউক্রেন নামে কোনো দেশ থাকবে না। তিনি হুশিয়ারি দিয়ে বলেছিলেন, আসন্ন শীতেই ঠান্ডায় ইউক্রেন জমে যাবে।
প্রেসিডেন্ট পুতিনের অত্যন্ত আস্থাভাজন হিসেবে পরিচিত দিমিত্রি মেদভেদেভ। তিনি শুরু থেকেই ইউক্রেনে চলমান কথিত বিশেষ সামরিক অভিযানকে সমর্থন দিয়ে আসছেন।
সূত্র: আল জাজিরা
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।