আন্তর্জাতিক ডেস্ক : ইউক্রেনের চলমান যুদ্ধের জন্য দেশটির প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিকে দায়ী করেছেন ইতালির সাবেক প্রধানমন্ত্রী সিলভিও বারলুসকোনি। খবর স্থানীয় বার্তা সংস্থা এএনএসএর।
বারলুসকোনি দাবি করেছেন, ডনবাস এবং লুহানস্ক অঞ্চলে ইউক্রেনের হামলার কারণে যুদ্ধ শুরু হয়েছে। জেলেনস্কির আচরণকে খুব নেতিবাচকভাবে বিচার করেছেন তিনি।
বারলুসকোনি বলেন, ‘আমি যদি প্রধানমন্ত্রী হতাম, তাহলে কখনই জেলেনস্কির সঙ্গে কথা বলতে যেতাম না।’
বারলুসকোনি আরও বলেন, যুক্তরাষ্ট্রের উচিত ইউক্রেন সরকারকে বুঝিয়ে যুদ্ধ বন্ধ করা। যুদ্ধবিরতির আদেশ না মানলে তাদের সাহায্য পাঠানো বন্ধ করে দেওয়া দরকার বাইডেনের। ইউক্রেনের পুনর্গঠনের জন্য বাইডেনের উচিত একটি নতুন পরিকল্পনা প্রস্তাব করা।
ইতালির পররাষ্ট্রমন্ত্রী আন্তোনিয়া তাজানিও টুইটারে বলেন, ইতালি সবসময় ইউক্রেনের স্বাধীনতার পক্ষে এবং ইউরোপ, ন্যাটো ও পশ্চিমাদের পক্ষে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।