‘খালি কলসি বাজে বেশি’: অভিনেতা সিদ্দিকের সাবেক স্ত্রী

বিনোদন ডেস্ক : দেশের টিভি নাটকের জনপ্রিয় অভিনেতা সিদ্দিকুর রহমান। ভালোবেসে বিয়ে করেছেন নবাগত মডেল মারিয়া মিমকে। সোশ্যাল মিডিয়ায় বেশ সরব থাকেন মিম। প্রায়ই ছবি আপলোড করে নেটিজেনদের নজর কাড়েন এই অভিনেত্রী। আবার বিভিন্ন ইস্যুতে নিজের মতামত তুলে ধরতেও ভোলেন না তিনি।

সম্প্রতি নিজের ফেসবুক ওয়ালে নিজের সাবেক স্বামী সিদ্দিকুর রহমানকে ‘খালি কলসি’ বলে কটাক্ষ করেছেন মিম। জানা গেছে, প্রয়াত কিংবদন্তি অভিনেতা ফারুকের ঢাকা-১৭ আসন থেকে উপ-নির্বাচনে নৌকার মনোনয়ন চেয়েছিলেন ছোট পর্দার জনপ্রিয় অভিনেতা সিদ্দিকুর রহমান। কিন্তু দুর্ভাগ্যবশত তার সেই আশা পূরণ হয়নি।

এরপর ফেসবুক পোস্ট দেন মিম। ওই পোস্টে কারও নাম উল্লেখ না করে মিম লেখেন, ‘খালি কলসি বাজে বেশি’। মারিয়া যে এই স্ট্যাটাসের মাধ্যমে কাকে ইঙ্গিত করেছেন সেটা স্পষ্ট হয় অভিনেত্রীর কমেন্ট বক্সে গেলে। সেখানে অধিকাংশ মন্তব্যকারী তার সাবেক স্বামী সিদ্দিকুর রহমানকে নিয়ে কমেন্ট করেছেন।

এ দিকে মনোনয়ন না পেয়ে ভীষণ মন খারাপ সিদ্দিকুর রহমানের। তাই মন ভালো করার জন্য সময় কাটাতে দুবাইতে উড়াল দিয়েছেন তিনি। সেখানে কিছু কেনাকাটা করবেন বলেও জানান এই অভিনেতা।

উল্লেখ্য, ২০১২ সালে অভিনেতা সিদ্দিকের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন সিদ্দিকুর-মিম। ২০১৩ সালে জন্ম নেয় এ দম্পতির প্রথম সন্তান আরশ হোসেন। ভালোবেসে সিদ্দিককে বিয়ে করলেও ২০১৯ সালের শেষের দিকে বিবাহবিচ্ছেদ হয় তাদের। এরপর থেকে নিজেকে ও সন্তানকে নিয়েই ব্যস্ত রয়েছেন মিম।

হবু সন্তানের বাবাকে প্রকাশ্যে আনলেন ইলিয়ানা