খেলাধুলা ডেস্ক : বাংলাদেশ প্রিমিয়ার লিগে ফরচুন বরিশালের তারকাখচিত লাইনআপে এবার যুক্ত হলেন শাহীন শাহ আফ্রিদি। পাকিস্তানের এই পেসারকে নেওয়ার খবর গণমাধ্যমকে নিশ্চিত করেছে ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা।
২৪ বছর বয়সী শাহীনকে সরাসরি চুক্তি হিসেবে দলে টেনেছে বরিশাল। প্রথমবার বিপিএলে অংশ নিচ্ছেন তিনি। এছাড়া পাকিস্তানের আরও দুই খেলোয়াড় ফাহিম আশরাফ ও জাহানদাদ খানকে নিয়েছে বর্তমান চ্যাম্পিয়নরা।
বাঁহাতি পেসারকে অবশ্য প্রথম পাঁচ ম্যাচের জন্য পাবে বরিশাল। তাকে ১৫ জানুয়ারি পর্যন্ত অনাপত্তিপত্র দিয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড। ৩০ ডিসেম্বর থেকে শুরু হয়ে ৭ ফেব্রুয়ারি পর্যন্ত চলবে দেশের ফ্র্যাঞ্চাইজি লিগের ১১তম আসর।
বরিশালে বিদেশি খেলোয়াড় হিসেবে আছেন কাইল মায়ার্স, ডেভিড মালান, মোহাম্মদ নবী, আলী মোহাম্মদ। এদের সবাইকে সরাসরি চুক্তিতে দলে নিয়েছে বরিশাল। ড্রাফট থেকে টেনেছে জেমস ফুলার, পাথুম নিসাঙ্কা ও নান্দ্রে বার্গারকে।
‘বাংলাদেশের সঙ্গে আরও ঘনিষ্ঠ সম্পর্ক স্থাপনের অপেক্ষায় রয়েছি’ : মালয়েশিয়া
স্থানীয় তারকা খেলোয়াড় হিসেবে বরিশালে আছেন তামিম ইকবাল, তাওহীদ হৃদয়, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ, তানভীর ইসলাম, নাজমুল হোসেন শান্ত, রিপন মন্ডল, ইবাদত হোসেন, নাঈম হাসান, রিয়াদ হোসেন ও তাইজুল ইসলাম।
বরিশাল মিরপুরে টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচে খেলবে নবাগত দল দুর্বার রাজশাহীর বিপক্ষে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।