খেলাধুলা ডেস্ক : ফরচুন বরিশালকে ২৪ রানে হারিয়ে কোয়ালিফায়ার নিশ্চিত করল চিটাগাং কিংস। আগামী ৩ ফেব্রুয়ারি ফাইনালে যাওয়ার লড়াইয়ে এই বরিশালের মুখোমুখি হবে দলটি। তবে টানা ৮ জয় পাওয়া রংপুর রাইডার্সকে খেলতে হবে এলিমিনেটর। ৩ ফেব্রুয়ারি খুলনার মুখোমুখি হবে তারা।
শনিবার রাতে শেরে বাংলায় টস হেরে ব্যাট করতে নেমে উড়ন্ত সূচনা করে চিটাগাং। পারভেজ ইমনের ৪১ বলে ৭৫ রানের ইনিংসের পর শেষদিকে শামীম পাটোয়ারীর ১২ বলে ৩০ আর হায়দার আলির ২৩ বলে ৪২ রানের ক্যামিওতে ২০৬ রানের বড় সংগ্রহ গড়ে চিটাগাং।
রান তাড়ায় নেমে প্রথম ওভারেই ফেরেন তামিম ইকবাল। অন্য ওপেনার তাওহীদ হৃদয়ও সাজঘরে ফেরেন ৯ রানে। তবে তিনে নামা ডেভিড মালান ৩৪ বলে খেলেছেন ৬৭ রানের ইনিংস। এ ছাড়া মুশফিকুর রহিম করেছেন ২৪ রান।
আরেক অভিজ্ঞ ব্যাটসম্যান মাহমুদউল্লাহ রিয়াদের ৪১ রানের ইনিংস কেবল পরাজয়ের ব্যবধানই কমিয়েছে। তবে শেষপর্যন্ত ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে বরিশাল থেমেছে ১৮২ রানে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।