জুমবাংলা ডেস্ক: রংপুরে একসঙ্গে চার ফুটফুটে সন্তানের জন্ম দিয়েছেন আদুরী বেগম আশা নামের এক গৃহবধূ। এর মধ্যে তিনজন মেয়ে ও একজন ছেলে সন্তান।
রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে একসঙ্গে চার সন্তানের জন্ম দিয়েছেন আদুরী বেগম আশা নামের এক গৃহবধূ। হাসপাতালের গাইনি ওয়ার্ডে সিজারিয়ান অপারেশনের মাধ্যমে ওই ৪ সন্তান জন্ম নেয়। চিকিৎসকরা জানান, চারজনেই সুস্থ আছে। তবে তাদের নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে।
গৃহবধূ আদুরী বেগম আশা কুড়িগ্রাম সদরের নাদিরা গ্রামের মনিরুজ্জামান বাঁধনের স্ত্রী।
গতকাল মঙ্গলবার রাত সাড়ে ৯টার দিকে রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালের গাইনি ওয়ার্ডে জন্ম নেয় ওই চার শিশু।
হাসপাতাল ও ওই গৃহবধূর পরিবার সূত্রে জানা যায়, ৮ বছর আগে মনিরুজ্জামান বাঁধনের সঙ্গে বিয়ে হয় আদুরীর। বিয়ের পর থেকে তাঁদের কোনো সন্তান হয়নি। পরে চিকিৎসা গ্রহণের একপর্যায়ে আদুরী অন্তঃসত্ত্বা হন। আলট্রাসনোগ্রাম পরীক্ষায় দেখা যায়, তাঁর গর্ভে চারটি সন্তান রয়েছে। পরে চিকিৎসকদের পরামর্শে তাঁকে রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে গতকাল রাতে চারটি সন্তান জন্ম দেন আশা।
চার সন্তান জন্মের খবরে শিশু ওয়ার্ডে ভিড় জমিয়েছেন হাসপাতালের বিভিন্ন ওয়ার্ডের রোগী এবং অভিভাবকরা। তাদের প্রত্যাশা সুস্থ ও সুন্দরভাবে বেড়ে উঠুক চার সন্তান।
চার সন্তানের বাবা মনিরুজ্জামান বলেন, চিকিৎসকের পরামর্শে আমি আমার গর্ভবতী স্ত্রীকে নিয়ে বেশ কিছুদিন ধরে রংপুরে একটি ভাড়া বাড়িতে রয়েছি। গত ১ মার্চ আলট্রাসনোগ্রাম করে একসঙ্গে চার সন্তান গর্ভধারণ করার বিষয়টি নিশ্চিত হওয়ার পর চিকিৎসকের নিবিড় পর্যবেক্ষণ চলতে থাকে। মঙ্গলবার (২২ মার্চ) সকালে আমার স্ত্রী আশাকে হাসপাতালে ভর্তি করা হয়। পরে রাত ৯টা ৪০ মিনিটে একসঙ্গে চার সন্তানের জন্ম দেন।
তিনি আরো বলেন, ‘বিয়ের দীর্ঘদিনেও আমাদের কোনো সন্তান ছিল না। একটি সন্তানের আশায় অনেক চিকিৎসা করেছি। আল্লাহ আমাদের একটির জায়গায় চার সন্তান দিয়েছেন। আমরা অনেক খুশি। আমার সন্তানদের আলোকিত মানুষ হিসেবে গড়ে তুলতে চাই। ‘
রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের সহকারী রেজিস্ট্রার (গাইনি বিভাগ) ডা. ফারহানা ইয়াসমিন ইভা বলেন, মঙ্গলবার (২২ মার্চ) রাতে চার নবজাতকের জন্ম হয়েছে। এর মধ্যে শুধু ছেলে নবজাতকের ওজন একটু কম হলেও বাকি তিনজনের ওজন ও গঠন ঠিক রয়েছে। ছেলে নবজাতকটির ওজন মাত্র সোয়া কেজি বলে জানা গেছে। বর্তমানে চার নবজাতকই সুস্থ আছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।