জুমবাংলা ডেস্ক : মানিকগঞ্জে গৃহবধূ রোমানা ইসলাম (২২) নামের এক প্রসূতি এক সঙ্গে চার সন্তান জন্ম দিয়েছেন। এর মধ্যে দুটি পুত্র এবং দুটি কন্যা সন্তান। প্রসূতিসহ দুই সন্তান সুস্থ থাকলেও অপর দুই সন্তান শ্বাসকষ্টে ভুগছে। তবে সময়ের সাথে সাথে শঙ্কামুক্ত হবে বলে জানিয়েছেন কর্তব্যরত চিকিৎসক।
সোমবার (১০ জুলাই) সকালে মানিকগঞ্জ সদর উপজেলায় মুন্নু মেডিকেল কলেজ হাসপাতালে অস্ত্রোপচারের মাধ্যমে প্রসূতি রোমানার চার সন্তান জন্ম হয়। একসঙ্গে চার নতুন অতিথি আসায় পরিবার ও স্বজনদের মধ্যে আনন্দ ও উচ্ছ্বাস বিরাজ করছে।
শিশু বাচ্চার বাবা শেখ নয়ন পদ্মা নদী পাড়ের বাসিন্দা, পেশায় একজন কৃষক। পরিবারে নতুন চারজন সদস্য পেয়ে তার চোখে মুখে যেন আনন্দের ঘনঘটা। তবে সেই আনন্দ কিছুটা মলিন হয়ে গেছে বেসরকারি হাসপাতালের চিকিৎসা ব্যয়ের কারণে। তার এবং পরিবারের দাবি হাসপাতাল কর্তৃপক্ষ যেন তার ব্যয়ভার কিছুটা সংকুচিত করে। সেই সাথে দেশবাসীর কাছে তার নবজাতকদের জন্য দোয়া চেয়েছেন।
প্রসূতির স্বজনরা জানান, ২০২১ সালের ১৫ মে শিবালয় উপজেলার শিমুলিয়া ইউনিয়নের ধানধারা গ্রামের শেখ মো. সালামের ছেলে শেখ মো. নয়নের সঙ্গে একই ইউনিয়নের হাপানিয়া গ্রামের বাবুল বিশ্বাসের মেয়ে রোমানার বিয়ে হয়। রোববার রাত ৮টার দিকে রোমানার প্রসবব্যথা দেখা দেয়। এরপর রাত ১০টার দিকে রোমানাকে মুন্নু মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতালে ভর্তি করেন স্বজনরা। সোমবার সকাল সাড়ে ৬টার দিকে অস্ত্রোপচারের মাধ্যমে প্রসূতির চার সন্তান জন্ম হয়। সন্তানদের মধ্যে দুইজন ছেলে ও দুইজন মেয়ে।
হাসপাতাল সূত্রে জানা গেছে, হাসপাতালের গাইনি বিভাগের শিশু ওয়ার্ডের নবজাতকদের বিশেষ পর্যবেক্ষণ রুম (স্ক্যানো) রুমে ওই চার নবজাতককে রাখা হয়েছে। পাশাপাশি গাইনি ওয়ার্ডের শয্যায় প্রসূতি রোমানাকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হচ্ছে।
হাসপাতালের চিকিৎসক ডা. আবু সাঈদ মো. আসলামের তত্ত্বাবধানে নবজাতকদের চিকিৎসা চলছে। তিনি বলেন, চার নবজাতকের মধ্যে দুই ছেলে নবজাতকের শ্বাসকষ্ট কিছুটা বেশি। ধীরে ধীরে তাদের শ্বাসকষ্ট কমছে। অপর দুই মেয়ে নবজাতকের শ্বাসকষ্ট দেখা দিলেও অনেকটা স্বাভাবিক পর্যায়ে এসেছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।