স্পোর্টস ডেস্ক : এ বছর কাতারের পর ২০২৬ সালে ফুটবল বিশ্বকাপের পরের আসর বসবে উত্তর আমেরিকার তিন দেশ যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডায়। এটাই হবে তিন দেশের আয়োজনে প্রথম বিশ্বকাপ।
সবচেয়ে বেশি দেশ মিলে যৌথ আয়োজনের এই রেকর্ড ভেঙে যেতে পারে ২০৩০ বিশ্বকাপে। ২০৩০ আসরের আয়োজক এখনো চূড়ান্ত হয়নি।
১৯৩০ সালে ফুটবল বিশ্বকাপের প্রথম আসর বসেছিল উরুগুয়েতে। বিশ্বকাপের ১০০ বছর পূর্তি উপলক্ষ্যে ২০৩০ আসর যৌথভাবে আয়োজন করতে চায় দক্ষিণ আমেরিকার চার দেশ- উরুগুয়ে, আর্জেন্টিনা, প্যারাগুয়ে ও চিলি।
তিন বছর ধরে পরিকল্পনার পর মঙ্গলবার আনুষ্ঠানিকভাবে ২০৩০ বিশ্বকাপের আয়োজক হওয়ার প্রস্তাব ফিফার কাছে উত্থাপন করল লাতিন জোট।
‘একসঙ্গে ২০৩০’ নামের এই বিডের প্রস্তাবনায় বলা হয়েছে- চারটি দেশই বিশ্বকাপ আয়োজনের সব শর্ত পূরণে প্রস্তুত।
বিশ্বকাপকে তার আঁতুড় ঘরে ফেরানোর এই প্রচেষ্টাকে চ্যালেঞ্জ জানাবে অন্তত আরও দুটি প্রস্তাব। এরই মধ্যে যৌথভাবে ২০৩০ বিশ্বকাপ আয়োজনের প্রস্তাব দিয়েছে স্পেন ও পর্তুগাল।
এছাড়া আফ্রিকার দেশ মরক্কোও ২০৩০ আসরের আয়োজক হতে আগ্রহী।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।