সাইফুল ইসরাম, মানিকগঞ্জ : মানিকগঞ্জ জেলা পূজা উদযাপন পরিষদের দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠানের খাবার খেয়ে প্রায় ৪ শতাধিক মানুষ অসুস্থ হয়ে পড়েছেন বলে জানা গেছে।
জানা যায়, গত শনিবার (১১ মার্চ) মানিকগঞ্জ শহরের শ্রী শ্রী আনন্দময়ী কালীবাড়ী মন্দির প্রাঙ্গণে এ সম্মেলনের আয়োজন করা হয়। অনুষ্ঠানের খাবার খাওয়ার পর থেকে অসুস্থ হয়ে পড়ে সম্মেলনে আসা নেতাকর্মীরা। সম্মেলনে খাবার দেওয়ার ব্যাপারে দুধবাজার এলাকার আল আমীন সুইটস এর সাথে চুক্তি হয়। দুপুর বেলা তাদের দেওয়া খাবার খেয়েই লোকজন অসুস্থ হয়ে পড়ে।
পূজা উদযাপন পরিষদের একাধিক নেতাকর্মী জানান, সম্মেলনের খাবার খাওয়ার পর থেকেই আমাদের প্রায় ৪শ’ মানুষের পেটে ব্যথা, বমি ও পাতলা পায়খানা শুরু হয়েছে।
জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি বাসুদেব সাহা বলেন, ইতোপূর্বেএমন ঘটনা কখনো ঘটেনি। আমরা আল আমীন সুইটস এর সাথে ২ হাজার লোকের খাবারের চুক্তি করেছিলাম। তাদের দেওয়া খাবার খেয়ে জেলার প্রায় ৪শ’ নেতাকর্মী অসুস্থ হয়ে পড়েছে।
তবে এ বিষয়ে আল আমীন সুইটস এর কেউ কোন মন্তব্য করতে রাজি হননি।
বিষয়টি নিয়ে জেলা ভোক্তা অধিদপ্তরের সহকারি পরিচালক আসাদুজ্জামান রুমেল বলেন, বিষয়টি শুনেছি। পরে তারা নিজেরাই সেটা মীমাংসা করে নিয়েছে। তবে কেউ অভিযোগ করলে আমরা ব্যবস্থা নিব।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।