Close Menu
Bangla news
  • Home
  • Bangladesh
  • Business
  • International
  • Entertainment
  • Sports
  • বাংলা
Facebook X (Twitter) Instagram
Bangla news
  • Home
  • Bangladesh
  • Business
  • International
  • Entertainment
  • Sports
  • বাংলা
Bangla news
Home শেখ হাসিনার বিরুদ্ধে আরো চার মামলা
জাতীয়

শেখ হাসিনার বিরুদ্ধে আরো চার মামলা

Saiful IslamSeptember 18, 20243 Mins Read
Advertisement

জুমবাংলা ডেস্ক : সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে আরো চারটি মামলা হয়েছে। এর মধ্যে তিনটি হত্যা এবং আরেকটি হত্যাচেষ্টার অভিযোগ আনা হয়েছে। বুধবার (১৮ সেপ্টেম্বর) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. সাইফুজজামানের আদালতে দুটি, ম্যাজিস্ট্রেট শাহীন রেজার আদালতে একটি এবং ম্যাজিস্ট্রেট মো. মেহেদী হাসানের আদালতে আরেকটি মামলা হয়। পরে আদালত বাদির জবানবন্দি রেকর্ড করে মিরপুর মডেল থানা পুলিশকে দুটি অভিযোগ এবং যাত্রাবাড়ী ও বংশাল থানা পুলিশকে একটি করে অভিযোগ এজাহার হিসেবে গ্রহণের নির্দেশ দেন।

Hasina

জানা যায়, এদিন গুলি করে রাকিবুল ইসলাম নামে এক যুবককে হত্যার অভিযোগে তার পিতা মো. আবু বক্কর সিদ্দিকী সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ৯৮ জনের বিরুদ্ধে মামলা করেন। এ মামলার উল্লেখযোগ্য আসামিরা হলেন, ওবায়দুল কাদের, আব্দুল্লাহ আল মামুন, হারুন অর রশীদ, আসাদুজ্জামান খান কামাল, বিপ্লব কুমার, হাবিবুর রহমান ও মাইনুল হোসেন খান নিখিল।

মামলার অভিযোগে বলা হয়েছে, গত ১৯ জুলাই রাত ৯ টায় মিরপুর-১০ গোলচত্ত্বর এলাকায় রাকিবুল ইসলাম গুলিবিদ্ধ হন। পরে স্থানীয় হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এদিকে, গুলি করে হত্যাচেষ্টার অভিযোগে ভুক্তভোগী ডেলিভারিম্যান শিমুল আহমেদ নিজে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ১৬৩ জনের বিরুদ্ধে মামলা করেন। এ মামলার উল্লেখযোগ্য অপর আসামিরা হলেন, ওবায়দুল কাদের, আসাদুজ্জামান খান কামাল, মাইনুল হোসেন খান নিখিল, কামাল আহমেদ মজুমদার ও গাজী মেজবাউল হোসেন বাচ্চু।

এ মামলার অভিযোগে বলা হয়েছে, ভিকটিম শিমুল আহমেদ একটি বেসরকারি কোম্পানীর একজন চাকুরীজীবী। গত ১৯ জুলাই সকাল সাড়ে ১০ টায় মিরপুর থানাধীন এলাকায় মুক্তিকামী ছাত্রদের সাথে তিনি আন্দোলনে যোগ দেন।

পরে বিকেল সাড়ে ৫ টার দিকে এলোপাতারী ছোড়া গুলিতে তিনি ডান পায়ের উপরিভাগে গুলিবিদ্ধ হন। এতে তিনি পঙ্গুত্ব বরণ করেন।
শাওন হত্যা : গুলি করে শাওন তালুকদারকে হত্যার অভিযোগে শেখ হাসিনাসহ ৩১ জনের বিরুদ্ধে মামলা হয়েছে। ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট শাহীন রেজার আদালতে নিহতের প্রতিবেশী চাচা মো. ওয়াসী উদ্দিন বাদি হয়ে মামলা করেন। আদালত বাদির জবানবন্দি রেকর্ড করে যাত্রাবাড়ী থানা পুলিশকে অভিযোগটি এজাহার হিসেবে গ্রহণের নির্দেশ দেন।

এ মামলার অপর আসামিরা হলেন, ওবায়দুল কাদের ও আসাদুজ্জামান খান কামাল। মামলার অভিযোগে বলা হয়েছে, গত ৫ আগস্ট বেলা ১২ টার দিকে যাত্রাবাড়ী থানাধীন এলাকায় শাওন তালুকদার পুলিশের ছোড়া গুলিতে গুলিবিদ্ধ হন৷ এতে ঘটনাস্থলে তিনি মারা যান। পরে ৭ আগস্ট তাকে দাফন করা হয়।

ভ্যানচালক রিপন হত্যা : গুলি করে ভ্যানচালক রিপনকে হত্যার অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ১৬৩ জনের বিরুদ্ধে মামলা হয়েছে। বুধবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. মেহেদী হাসানের আদালতে নিহতের মা আছমা বেগম সুফিয়া বাদি হয়ে মামলাটি করেন। আদালত বাদির জবানবন্দি রেকর্ড করে বংশাল থানা পুলিশকে অভিযোগটি এজাহার হিসেবে গ্রহণের নির্দেশ দেন।

এ মামলার উল্লেখযোগ্য আসামিরা হলেন, ওবায়দুল কাদের, আসাদুজ্জামান খান কামাল, হাছান মাহমুদ, আব্দুল্লাহ আল মামুন ও কাজী নজীবুল্লাহ হিরু।

মামলার অভিযোগে বলা হয়েছে, গত ৬ আগস্ট রিপন তার মায়ের অসুস্থতার চিকিৎসা শেষে বাসায় ফেরার পথে পুলিশ ও আওয়ামী লীগের নেতাকর্মীরা ছাত্র জনতার ওপর আক্রমণ করে। তিনি কিছু বুঝে উঠার আগেই যুবলীগ, ছাত্রলীগ ও আওয়ামী লীগ তথা আসামিরা পুলিশের সামনে লাঠিসোটা ও দেশীয় দিয়ে মারধর শুরু করে। ভিকটিম মাটিতে পড়ে যায়। উঠে দৌঁড় দিলে স্থানীয় বংশাল থানার ছাত্রলীগের সাধারণ সম্পাদক আজহার উদ্দিন গালি দিয়ে বলে,‘আন্দোলন করতে আসছিস? আন্দোলন করাচ্ছি দাঁড়া। তখনই বংশাল থানার আওয়ামী লীগের সভাপতি গোলাম মোস্তফার নির্দেশে ছাত্রলীগের সাধারণ সম্পাদক আজাহার উদ্দিন অন্যান্য আসামিদের সহযোগীতায় অবৈধ আগ্নেয়াস্ত্র দিয়ে রিপনকে গুলি করে। রক্তাক্ত অবস্থায় ঢাকা মেডিক্যাল কলেজে ভর্তি করানো হয় তাকে। পরবর্তীতে শারীরিক অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য জাতীয় হৃদরোগ ইনটিটিউট ও হাসপাতালে ভর্তি করানো হয়। পরবর্তীতে চিকিৎসাধীন অবস্থায় ৭ আগস্ট রাতে মৃত্যুবরণ করেন রিপন।

জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
‘জাতীয় আরো চার বিরুদ্ধে মামলা শেখ হাসিনার
Related Posts
হামলার চেষ্টা

চট্টগ্রামে ভারতীয় সহকারী হাইকমিশনারের বাসভবনে হামলার চেষ্টা, আটক ১২

December 19, 2025
ব্যাপক প্রতিক্রিয়া

হাদির মৃত্যু নিয়ে যা বলছে আন্তর্জাতিক গণমাধ্যম

December 19, 2025
দেশে ফিরছেন

মেয়েকে নিয়ে দেশে ফিরবেন তারেক রহমান

December 19, 2025
Latest News
হামলার চেষ্টা

চট্টগ্রামে ভারতীয় সহকারী হাইকমিশনারের বাসভবনে হামলার চেষ্টা, আটক ১২

ব্যাপক প্রতিক্রিয়া

হাদির মৃত্যু নিয়ে যা বলছে আন্তর্জাতিক গণমাধ্যম

দেশে ফিরছেন

মেয়েকে নিয়ে দেশে ফিরবেন তারেক রহমান

থানায় জিডি

হত্যার হুমকি, থানায় জিডি করলেন হান্নান মাসউদ

তীব্র নিন্দা

পত্রিকা অফিসে হামলার তীব্র নিন্দা মির্জা ফখরুলের

বিশেষ দোয়া

হাদির জন্য আজ সারা দেশে বিশেষ দোয়া, কফিন মিছিল

ড্রোন ওড়ানো নিষিদ্ধ

বিমানবন্দর এলাকায় ড্রোন ওড়ানো নিষিদ্ধ করল বেবিচক

গভীর শোক প্রকাশ

বিপ্লবী হাদিকে আল্লাহ শহীদ হিসেবে কবুল করুন: আহমাদুল্লাহ

মাঠে থাকবে আইনশৃঙ্খলা বাহিনী

ত্রয়োদশ সংসদ নির্বাচন ঘিরে পাঁচ দিন মাঠে থাকবে আইনশৃঙ্খলা বাহিনী

হত্যার হুমকি

এবার হান্নান মাসউদকে হত্যার হুমকি

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Banglanews
© 2025 ZoomBangla News - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.