স্পোর্টস ডেস্ক : ওয়েস্ট ইন্ডিজ ও আমেরিকায় ২ জুন থেকে শুরু হচ্ছে টি-টোয়েন্টি বিশ্বকাপের নবম আসর। এই মধ্যে অংশ নিতে প্রতিটি দল পৌঁছে গেছে বিশ্বমঞ্চে। অধিকাংশ দল নিজেদের ভেন্যুতে অবস্থান করছে। সেখানে অংশ নিতে যাওয়া প্রতিটি দলেরই লক্ষ্য গ্রুপপর্ব পেরিয়ে শেষ আটে জায়গা করে নেওয়া। কারও কারও লক্ষ্যটা আরও বড়। কারও কারও চোখ সেমিফাইনাল ও ফাইনাল।
ইতোমধ্যে দলগুলোর শক্তিমত্তা আর দুর্বলতা নিয়ে সাবেক ক্রিকেটাররাও মতামত দিচ্ছেন। এবার টি-টোয়েন্টি বিশ্বকাপের শক্তিমত্তা নিয়ে মতামত জানালেন অস্ট্রেলিয়ার হয়ে ২০২১ বিশ্বকাপজয়ী অধিনায়ক অ্যারণ ফিঞ্চ। তিনি শুধু সেমিফাইনালিস্টের কথাই বলেননি। তাদের বেছে নেওয়ার কারণও ব্যাখ্যা করে জানান।
তিনি সম্ভাব্য সেমিফাইনালিস্টের তালিকায় রেখেছেন—অস্ট্রেলিয়া, ভারত, ইংল্যান্ড এবং ওয়েস্ট ইন্ডিজকে।
অস্ট্রেলিয়া: অস্ট্রেলিয়া বর্তমান বিশ্বকাপ জয়ী ওয়ানডে দল। এই দলটি তারুণ্য আর অভিজ্ঞতার মিশ্রণে দারুণ ভারসাম্যপূর্ণ। তারা নিশ্চিতভাবেই আমেরিকার মাটিতে তাদের দ্বিতীয় বিশ্বকাপ জিততে চাইবে।
ভারত: ভারত সবসময়ই শক্তিশালী দল। রোহিত শর্মার নেতৃত্বে আইসিসির প্রত্যেক ইভেন্টে ভারত শক্ত প্রতিপক্ষ। যুক্তরাষ্ট্রে তাদের অসংখ্য সমর্থক রয়েছে। সে কারণে তাদের নিজেদের হোম ভেন্যু হিসেবেই মনে হবে, যা টুর্নামেন্টে পারফর্ম করতে দারুণভাবে উদ্বুদ্ধ করবে ভারতকে।
ইংল্যান্ড: ইংল্যান্ডের লক্ষ্যই শিরোপা ধরে রাখা। তাদের শক্তিশালী ব্যাটিং আক্রমণ আর ট্রফি জয়ের ক্ষুধা যে কোনো প্রতিপক্ষের জন্য বড়ই হুমকি।
ওয়েস্ট ইন্ডিজ: পাওয়ার-হিটিংয়ের জন্য বিখ্যাত ওয়েস্ট ইন্ডিজ। নিজেদের মাঠ নিজেদের দর্শক। তাদেরকেও শক্তিশালী প্রতিপক্ষ হিসেবে ধরে নেওয়া হচ্ছে। তাদের খেলার ধরন এবং নকআউট পর্বে খেলার অভিজ্ঞতা, তাদের বিপজ্জনক প্রতিপক্ষ করে তুলেছে। সূত্র: আনন্দবাজার
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।