জুমবাংলা ডেস্ক : মাদারীপুরে একটি মাধ্যমিক স্কুলে পরীক্ষা চলাকালীন সময়ে পরীক্ষা কেন্দ্রের ফ্যান খুলে পড়ে চার ছাত্রী আহত হয়েছেন।
মঙ্গলবার সকালে সদর উপজেলার কেন্দুয়া ইউনিয়নের পশ্চিম কলাগাছিয়া এসি নর্থ উচ্চ বিদ্যালয়ে এ দুর্ঘটনা ঘটে।
আহত শিক্ষার্থীরা হলেন দশম শ্রেণির হিরামনী, মুনা আক্তার, ইরিনা আক্তার, সাইমা জাহান। তারা হিসাব বিজ্ঞান পরীক্ষা দিচ্ছিলেন। আহতদেরকে উদ্ধার করে মাদারীপুর সদর হাসপাতালে নিয়ে ভর্তি করা হয়।
আহত শিক্ষার্থীরা জানান, তাদের স্কুলের অর্ধ-বার্ষিক পরীক্ষা চলছিল। পরীক্ষা শুরু হওয়ার ১০ মিনিট আগে তারা পরীক্ষার কেন্দ্রে গিয়ে বসেন। তখন হঠাৎ বিকট শব্দে তাদের উপর সিলিং ফ্যান খুলে পড়ে। এতে তারা আহত হন।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক শান্তি রঞ্জন মন্ডল জানান, তাৎক্ষণিক আহত ছাত্রীদের উদ্ধার করে মাদারীপুর সদর হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তাদের মধ্যে হীরামনীর আঘাত বেশি গুরুতর। অন্যরা হাতে ও পিঠে আঘাত পেয়েছে। তাদের প্রাথমিক চিকিৎসা দিয়ে বাসায় পাঠিয়ে দেয়া হয়েছে।
আহত শিক্ষার্থী হিরামনীর নানা সামচুল হক মোল্লা জানান, তার নাতনীর কপালে আঘাত লেগেছে। সে বেশ অসুস্থ এবং ঠিকমতো কথা বলতে পারছেন না।
এ ব্যাপারে মাদারীপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনোয়ার হোসেন চৌধুরী জানান, বিষয়টি তিনি শুনেছেন। যদি কেউ কোনো অভিযোগ করেন, তাহলে সে অনুযায়ী আইনি ব্যবস্থা নেওয়া হবে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।