চাঁ-দাবা-জির সময় বিএনপির চার কর্মী হাতেনাতে আ-টক

Arest

জুমবাংলা ডেস্ক : পিরোজপুরের স্বরূপকাঠিতে (নেছারাবাদ) যানবাহন থেকে চাঁদাবাজি করার সময় হাতেনাতে চার বিএনপির সমর্থককে আটক করেছে সেনাবাহিনীর সদস্যরা। বৃহস্পতিবার (৩১ অক্টোবর) রাতে উপজেলার মাগুরা বাজারে স্বরূপকাঠি-বরিশাল সড়ক থেকে তাদের আটক করা হয়।

Arest

আটক ব্যক্তিরা হলেন- উপজেলার ছারছিনা গ্রামের মো. লোকমান, মো. মনিরুল ইসলাম, মো. ফরিদ হোসেন এবং জগৎপট্টি গ্রামের মো. ইব্রাহিম। তারা সবাই বিএনপির রাজনীতির সঙ্গে জড়িত বলে জানিয়েছেন স্থানীয়রা।

বৃহস্পতিবার রাতে নেছারাবাদ সেনা ক্যাম্পে এক সংবাদ সম্মেলনে এই তথ্য জানানো হয়।

সংবাদ সম্মেলনে বলা হয়, সেনা সদস্যদের নিয়মিত টহল অভিযানের সময় উপজেলার মাগুরা বাজারে ওই চার ব্যক্তি স্বরূপকাঠি-বরিশাল মহাসড়কে চলাচলরত বিভিন্ন যানবাহন থেকে চাঁদা তুলছিলেন। এ সময় সেনাসদস্যরা ৮ হাজার ৪৫০ টাকা এবং চাঁদা আদায়ের রসিদসহ তাদের আটক করেন। পরে তাদের নেছারাবাদ থানায় হস্তান্তর করা হয়।

তবে আটক ব্যক্তিদের দাবি, তারা স্বরূপকাঠি পৌরসভার পৌর স্ট্যান্ড ইজারা নিয়েছেন। এ কারণে যানবাহন থেকে রসিদের মাধ্যমে চাঁদা তুলেছেন।

স্বরূপকাঠি পৌর নির্বাহী কর্মকর্তা মো. সাইফুর রহমান বলেন, স্বরূপকাঠি পৌর এলাকায় যানবাহন থেকে চাঁদা তুলছিল তারা। তাদের বিরুদ্ধে থানায় মামলা দিয়েছি। চাঁদা ওঠানোর জন্য একাধিকবার বারণ করার পরও তারা চাঁদা উঠিয়েছে।

তবে স্বরূপকাঠি উপজেলা বিএনপির আহ্বায়ক ওয়াহেদুজ্জামান ওয়াহেদ বলেন, আটক ব্যক্তিদের দলীয় কোনো পদপদবি নেই। তারা বিএনপির কেউ নয়। ৫ আগস্টের পর আওয়ামী লীগের মিছিল করা অনেকেই নিজেকে এখন বিএনপির লোক বলে দাবি করছে। তাদের অপকর্মের দায় বিএনপি নেবে না। প্রশাসনকে বলা আছে, বিএনপির পরিচয়ে কেউ চাঁদাবাজি ও অপরাধের সঙ্গে জড়িত থাকলে তাকে আটক করে আইনের আওতায় নিয়ে আসার জন্য।

এ বিষয়ে জানতে চাইলে নেছারাবাদ থানার ওসি মো. বনি আমিন বলেন, আটক ব্যক্তিদের থানায় হস্তান্তর করা হয়েছে। তাদের বিরুদ্ধে থানায় মামলা হয়েছে। তাদের পিরোজপুর আদালতে সোপর্দ করা হয়েছে।