লাইফস্টাইল ডেস্ক : সতেজ ও তরতাজা থাকতে সুগন্ধি ব্যবহারের বিকল্প নেই। সুগন্ধি ব্যবহারে যেমন আত্মবিশ্বাস বাড়ে তেমনি অনাকাঙ্ক্ষিত দুর্গন্ধও এড়ানো যায়। সুগন্ধি ব্যবহারেরও কিছু নিয়ম আছে। পরামর্শ দিলেন শোভন মেকওভারের রূপ বিশেষজ্ঞ শোভন সাহা। লিখেছেন ফাতেমা ইয়াসমীন
সুগন্ধির ব্যবহার
সুগন্ধি ব্যবহারের কোনো গত্বাধা সময় নেই। যখনই প্রয়োজন তখনই শরীরে এর পরশ বুলিয়ে নেওয়া যায়। সাধারণত গোসলের পর সুগন্ধি ব্যবহার করা ভালো। এতে সতেজ ভাবটা বেশি অনুভূত হয়।
বেশির ভাগ মানুষ পোশাকে পারফিউম ব্যবহার করে থাকেন, তবে সৌরভ দীর্ঘ সময় রাখতে হাতের কবজি, কনুইয়ের ভাঁজের অংশ, কানের পেছনে ও গলায় দিতে পারেন। কারণ এই জায়গাগুলো পাতলা এবং ওয়ার্ম হয়, যা পারফিউমের গন্ধ ধরে রাখে। অতিরিক্ত সুগন্ধি ব্যবহার না করা ভালো। পারফিউম ফ্রিজে রাখবেন না।
শুষ্ক ও ঠাণ্ডা জায়গায় সংরক্ষণ করুন। জায়গা বা অনুষ্ঠান বুঝে পারফিউম ব্যবহার করা উচিত। অফিসে বা ক্লাসে যাওয়ার সময় হালকা সৌরভের পারফিউম আর রাতের কোনো জাঁকালো পার্টিতে কড়া সৌরভের পারফিউম ব্যবহার করুন। পারফিউম দেওয়ার আগে যেখানে যেখানে ব্যবহার করবেন, সেখানে ময়েশ্চারাইজার দিয়ে নিন। কারণ ত্বক খসখসে থাকার বদলে যদি মসৃণ আর নরম থাকে, তাহলে পারফিউম নিজের মধ্যে টেনে নেয় অনেকক্ষণের জন্য।
সুগন্ধি কেনার সময় যে বিষয়গুলো লক্ষ রাখতে হবে
বারবার একই ব্র্যান্ড ও সৌরভের পারফিউম ব্যবহার না করে ভিন্ন ভিন্ন ব্রান্ডের ব্যবহার করতে পারেন। সুগন্ধির প্রকৃত সৌরভ বুঝতে হলে টেস্ট করার সময় একটু দূরে রেখে শরীরে স্প্রে করুন। সৌরভটা খুব সহজেই বুঝতে পারবেন। পারফিউম ভালো ব্র্যান্ডের কেনা ভালো। তবে খেয়াল রাখুন সৌরভ যেন স্বস্তিদায়ক হয়।
কোথায় পাবেন
রাজধানীর বড় বড় শপিং সেন্টার, কসমেটিকসের শোরুম ও সুপারশপগুলোতে বিভিন্ন ব্র্যান্ডের পারফিউম, বডি স্প্রে ও ডিওডোরেন্ট কিনতে পাবেন। এ ছাড়া বিভিন্ন মার্কেটের কসমেটিকসের দোকান ও স্টেশনারি দোকানেও মিলবে সুগন্ধি পণ্য। সুগন্ধি কেনার সময় ভালোমতো দেখে নিন। ভালো ব্র্যান্ডই শুধু নয়, ভালো দোকান থেকে সুগন্ধি কিনুন। ভালো মানের সুগন্ধিগুলোর বক্স অনেক শক্ত হয়।
বড় ব্র্যান্ডগুলো সাধারণত হালকা রঙের সুগন্ধি বানিয়ে থাকে। প্রথমবার স্প্রে করার পর গন্ধটা যদি ১৫ ঘণ্টার বেশি টিকে যায়, তবেই সেটা ভালো মানের সুগন্ধি। কেনার পর স্বাভাবিক তাপমাত্রায় রেখে দিন। সুগন্ধির রং যদি বদলে যেতে থাকে এবং ব্যবহারের পর ত্বক জ্বালাপোড়া করে, তবে সেটি ব্যবহার করা থেকে বিরত থাকতে হবে।
কেমন দাম
পারফিউম, বডি স্প্রে ও ডিওডোরেন্ট পণ্য মানভেদে বিভিন্ন রকমের হয়ে থাকে। ছেলেদের পারফিউম ও বডি স্প্রের দাম পড়বে ৩০০ থেকে তিন হাজার টাকা। মেয়েদের জন্যও বিভিন্ন ব্র্যান্ডের সুগন্ধি পাওয়া যায়। এগুলোর দাম পড়বে ৩০০ থেকে চার হাজার টাকার মধ্যে।
এর বাইরেও উচ্চমূল্যের নামি ব্র্যান্ডের কিছু পারফিউম পাবেন। এসব পারফিউমের দাম চার হাজার থেকে শুরু হয়ে তিরিশ হাজার টাকা পর্যন্ত হতে পরে। ভালো মানের পারফিউমের জন্য যেতে হবে বড় শপিং মলের শোরুমগুলোতে। বিভিন্ন অনলাইন শপেও পৃথিবীর নানা দেশের সুগন্ধি কিনতে পাবেন।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।