খেলাধুলা ডেস্ক : ফ্রান্স জাতীয় ফুটবল দলের অধিনায়ক কিলিয়ান এমবাপেকে জাতীয় দলে ফিরিয়ে আনা হচ্ছে বলে জানিয়েছেন দলটির প্রধান কোচ দিদিয়ের দেশম। আগামী মার্চে উয়েফা নেশন্স লিগের কোয়ার্টার ফাইনালে ক্রোয়েশিয়ার বিপক্ষে খেলবেন রিয়াল মাদ্রিদ তারকা এমবাপে।
গত বছর জুলাইতে রিয়াল মাদ্রিদে যোগ দেয়ার পর কিলিয়ান এমবাপে অক্টোবর এবং নভেম্বরে উয়েফা নেশন্স লিগে ফ্রান্স যেসব ম্যাচ খেলেছে, সেগুলোতে দলে ছিলেন না অধিনায়ক এমবাপে। ফ্রান্সের হয়ে এরই মধ্যে ৮৬ ম্যাচ খেলে ফেলেছেন ২৬ বছর বয়সী এই তারকা।
ফরাসি পত্রিকা এল ইকুইপিকে দেয়া এক সাক্ষাৎকারে দেশম বলেন, ‘অবশ্যই সে আমাদের সঙ্গে রয়েছে। কেন থাকবে না? যে সময়টা ছিল না, সে জন্য নির্দিষ্ট কিছু কারণ ছিল। এখন আমাদের সঙ্গেই সে আছে। ওই সময়টা আসলে তার সঙ্গে কিছুই হয়নি। সব সময়ই সে আমাদের সঙ্গে ছিল।’
৪ পদে ১৮ জনকে নিয়োগ দেবে বস্ত্র ও পাট মন্ত্রণালয়, অনলাইনে আবেদন
এমবাপে দলের সঙ্গে সব সময় যুক্ত, এ তথ্য তুলে ধরে দেশম বলেন, ‘সে আমাদের সঙ্গে সব সময়ই খুব নিবিড়ভাবে যুক্ত থাকে। এমনকি তার ব্যক্তিগত কিছু জটিল সময় অতিক্রান্ত হওয়ার সময়ও আমাদের সঙ্গে যুক্ত ছিল। এখন পুরোপুরি ফিটনেস ফিরে পেয়েছে সে। যা তার খেলায় এবং তার মস্তিষ্কেও দেখা যাবে।’
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।