স্পোর্টস ডেস্ক : চলছে ইউরো চ্যাম্পিয়নশিপ। যেখানে নিজেদের তৃতীয় ম্যাচে ফ্রান্সকে রুখে দিয়েছে পোলান্ড। ম্যাচটিতে ১-১ গোলে ড্র করে পয়েন্ট ভাগাভাগিতে সন্তুষ্ট থাকতে হয়েছে দুদলকে।
মঙ্গলবার ডর্টমুন্ডের সিগন্যাল ইদুনা পার্কে গ্রুপ ‘ডি’ এর ম্যাচে মুখোমুখি হয় ফ্রান্স-পোলান্ড। ফরাসিদের হয়ে একটি করে গোল করেন এমবাপ্পে। আর পোলিশদের হেয় গোল করেন লেভানদোভস্কি।
ম্যাচের প্রথমার্ধে ৫৮ শতাংশ বল দখলে রেখে পোলান্ডের জালে ১৯টি শট নেয় ফ্রান্স। যার মধ্যে লক্ষ্যে ছিল ৮টি। অপরদিকে ৪২ শতাংশ বল নিজেদের কাছে রেখে ১০টি শট নিয়ে ৩টি লক্ষ্যে রাখে পোলিশরা।
ম্যাচের ষষ্ঠ মিনিটে আক্রমণে ওঠে পোলিশ তারকা পিতর জিলিনস্কি। কিন্তু তার সেই প্রচেষ্টা ব্যর্থ করেন ফরাসি গোলরক্ষক মাইক মাইগনান।
১১তম মিনিটে আক্রমণে গিয়েই দুর্দান্ত সুযোগ তৈরি করে ফ্রান্স। যেখানে অ্যাটেম্প নেন থিও হার্নান্দেজ। তার নেয়া কোনাকুনি শট রুখে দেন লুকাসজ স্কোরোপস্কি।
১৯তম মিনিটে এমবাপ্পের থেকে বল পেয়েই ভো দৌড় দে কান্তে। পোলিশদের ডি বক্সে ঢুকে বলটি ডেম্বেলেকে পাস করে দেন তিনি। তবে পিএসজি তারকা নেয়া শটটি আটকে দেন পোলিশ গোলরক্ষক।
৩৪তম মিনিটে দুর্দান্ত হেড করেন রবার্ট লেভানদোভস্কি। কিন্তু তার হেড করা বলটি ফ্রান্সের গোলবারের ডান পাশ দিয়ে বেরিয়ে যায়।
প্রথমার্ধের শেষ মুহূর্তে টানা কয়েকটি আক্রমণ চালায় ফ্রান্স। কিন্তু পোলান্ডের ডেডলক ভাঙতে পারেনি তারা। শেষ পর্যন্ত কোনো গোল না হওয়ায় ০-০তে বিরতিতে যায় দুদল।
বিরতিতে থেকে ফিরে আক্রমণের ধার বাড়িয়ে দেয় ফ্রান্স। ম্যাচের ৫৫তম মিনিটে বক্সের মধ্যে ডেম্বেলেকে ফাউল করে বসেন পোলিশ ডিফেন্ডার। এতে রেফারি পেনাল্টির বাঁশি বাজান। পরে স্পটকিক থেকে দলকে গোলের আনন্দে ভাসান কিলিয়ান এমবাপ্পে।
৭৬তম মিনিটে বস্কের মধ্যে কারোল সুইডার্স্কিকে ফাউল করেন ফরাসি ডিফেন্ডার ডায়োট উপামেকানো। শুরুতে পেনাল্টি না দিলেও ভিএআরের সাহায্য নেন রেফারি। তাতেই ভাগ্যের চাকা ঘুরে যায় পোলিশদের। স্পটকিক থেকে দলকে সমতায় ফেরান রবার্ট লেভানদোভস্কি।
৮৭তম মিনিটে কর্নার কিক নেন এমবাপ্পে। তবে সেই বলটি ঠিকঠাক পোলিশদের জালে পাঠাতে পারেননি ফোফানা। শেষ পর্যন্ত আর কোনো গোল না হওয়ায় ১-১ গোলের সমতা নিয়ে মাঠ ছাড়ে দুদল।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।