জুমবাংলা ডেস্ক : আড়াই কেজি দইয়ের দাম নিলেও সেখানে দই রয়েছে মাত্র দেড় কেজি। বাকি প্রায় এক কেজি (৯৫৬ গ্রাম) দই রাখা ভাঁড়ের ওজন। অথচ দই বিক্রির সময় ভাঁড়ের ওজন বাদ দেওয়া হয় মাত্র ২৪০ গ্রাম।
এভাবে দই বিক্রিতে প্রতারণা ও ওজনে কম দেওয়ার প্রমাণ মিলেছে নাটোরের বড়াইগ্রামের বনপাড়ায় ঐতিহ্যবাহী শিলা মিষ্টিবাড়ি শাখায়। দই বিক্রিতে এমন প্রতারণার দায়ে ওই প্রতিষ্ঠানকে ১০ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
বৃহস্পতিবার (১৩ জুলাই) দুপুরে অধিদপ্তরের নাটোর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মেহেদী হাসান তানভীর এ অভিযান পরিচালনা করেন।
বিষয়টি নিশ্চিত করে সহকারী পরিচালক মেহেদী হাসান বলেন, ভোক্তাদের সঙ্গে প্রতারণা করায় প্রতিষ্ঠানটিকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।