জুমবাংলা ডেস্ক : বাংলাদেশসহ বিশ্বের সব দেশেই অবাধ ও সুষ্ঠু নির্বাচন হওয়া উচিত বলে মন্তব্য করেছেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ম্যাথিউ মিলার। গতকাল সোমবার নিয়মিত সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এমন কথা বলেন। ম্যাথিউ মিলারের সংবাদ সম্মেলনের বিস্তারিত যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের ওয়েবসাইটে রয়েছে।
অবাধ ও সুষ্ঠু নির্বাচনের পাশাপাশি মার্কিন ভিসা নীতি নিয়েও কথা বলেন ম্যাথিউ মিলার। তিনি বলেন, ‘বাংলাদেশের গণতান্ত্রিক নির্বাচন প্রক্রিয়াকে ব্যহত করার জন্য দায়ীদের বিরুদ্ধে মার্কিন ভিসা নীতি প্রযোজ্য হবে।’
কী ধরনের কর্মকাণ্ড গণতান্ত্রিক নির্বাচন প্রক্রিয়াকে দুর্বল করে, এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, গণতান্ত্রিক নির্বাচন প্রক্রিয়াকে দুর্বল করে এমন কর্মকাণ্ডের মধ্যে ভোট কারচুপি, ভোটারদের ভয় দেখানো, সহিংস আচরণ করে জনগণকে তাদের সংগঠনের স্বাধীনতা ও শান্তিপূর্ণ সমাবেশের অধিকার থেকে বিরত রাখার মতো কাজ রয়েছে। পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন গত ২৪ মে ভিসা নীতি জারি করার সময় এ বিষয়গুলো স্পষ্ট করেছেন বলে জানান মিলার।
মানবাধিকার প্রসঙ্গে ম্যাথিউ মিলার বলেন, আমরা মানবাধিকারের ওপর যে কোনো বিধিনিষেধের বিরোধিতা করি। সাধারণ নিয়ম হিসাবে, গণতান্ত্রিক সমাজে স্বাধীনভাবে সবাইকে তাদের ভূমিকা ও দায়িত্ব পালন করার সক্ষমতাকে সমর্থন করা উচিত।
অপর এক প্রশ্নের জবাবে তিনি বলেন, আমরা বাংলাদেশে বা অন্য দেশে কোনো রাজনৈতিক দলের ব্যাপারে কোনো অবস্থান নিই না। তবে আমরা বিশ্বাস করি, বাংলাদেশসহ বিশ্বের সব দেশেই অবাধ ও সুষ্ঠু নির্বাচন হওয়া উচিত।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।