সাইফুল ইসলাম : বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় মানিকগঞ্জে ফ্রি মেডিকেল ক্যাম্প আয়োজন করেছে মানিকগঞ্জ জেলা বিএনপির আহবায়ক ও মানিকগঞ্জ-৩ আসনে বিএনপির মনোনীত সংসদ সদস্য প্রার্থী আফরোজা খানম রিতা।

শনিবার (৬ ডিসেম্বর) সকাল ৯টা থেকে মানিকগঞ্জ সদর উপজেলার পুটাইল ইউনিয়নের ঘোস্তা সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে দিনব্যাপী এই চিকিৎসা সেবা কার্যক্রম পরিচালনা করে মুন্নু ওয়েলফেয়ার ফাউন্ডেশন। সকাল ১১টায় মানবিক এ উদ্যোগের উদ্বোধন করেন মুন্নু গ্রুপ অব ইন্ডাস্ট্রিজের চেয়ারম্যান আফরোজা খানম রিতা।
উদ্বোধনী বক্তব্যে তিনি বলেন, “বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় সবার দোয়া চাই। মানুষের দোয়ার বরকতে আল্লাহ যেন তাকে সুস্থ করেন এবং আমাদের মাঝে ফিরিয়ে দেন।”
তিনি আরও বলেন, সাধারণ মানুষের প্রতি মানবিক দায়িত্ব থেকেই এই সেবা প্রদান করা হচ্ছে। বাণিজ্যিক উদ্দেশ্য নয়, বরং সুলভমূল্যে ও বিনামূল্যে অসহায় মানুষের চিকিৎসাসেবা নিশ্চিত করাই তাদের মূল লক্ষ্য।
রিতা জানান, ক্যাম্পে প্রাথমিক চিকিৎসাসহ প্রয়োজনীয় ওষুধ সাত দিনের জন্য দেওয়া হচ্ছে। এরপরও রোগীরা সুস্থ না হলে তার মালিকানাধীন হাসপাতালে গিয়ে বিনামূল্যে চিকিৎসা নিতে পারবেন। তিনি আশ্বাস দিয়ে বলেন, গরিব-অসহায় মানুষের জন্য সারা বছরই তার হাসপাতালে বিনামূল্যে চিকিৎসাসেবা প্রদান করা হবে।
দিনব্যাপী এ ক্যাম্পে প্রায় দেড় হাজার নারী, পুরুষ, শিশুসহ বিভিন্ন বয়সের মানুষ বিনামূল্যে স্বাস্থ্যসেবা গ্রহণ করেন। এতে দশটি বিশেষায়িত বিভাগের ২০ জন কনসালট্যান্ট চিকিৎসক সেবা প্রদান করেন।
মুন্নু মেডিকেল কলেজের প্রিন্সিপাল অধ্যাপক ডা. আব্দুল করিম বলেন, মুন্নু ওয়েলফেয়ার ফাউন্ডেশন ও মুন্নু গ্রুপের চেয়ারম্যানের নির্দেশনায় প্রত্যন্ত অঞ্চলে নিয়মিতভাবে বিনামূল্যে স্বাস্থ্যসেবা কার্যক্রম চালানো হচ্ছে। তিনি বলেন, “অসহায় মানুষের পাশে দাঁড়ানো এবং বিনামূল্যে মানসম্মত চিকিৎসাসেবা দেওয়া আমাদের অঙ্গীকার।”
তিনি আরও জানান, মুন্নু মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতালেও অসহায় রোগীদের সুলভ মূল্যে মানসম্মত স্বাস্থ্যসেবা নিশ্চিত করা হচ্ছে।
এদিকে, ফ্রি মেডিকেল ক্যাম্পের এই উদ্যোগকে এলাকাবাসী গভীর প্রশংসা করেছেন। তারা মনে করছেন, সমাজের পিছিয়ে পড়া মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে এ ধরনের উদ্যোগ অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



