বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক : দীর্ঘদিন ধরে ব্যবহারের ফলে কম্পিউটারের নানা সমস্যা শুরু হয়। ডিভাইসটি স্লো হয়ে যাওয়াসহ একাধিক সমস্যা দেখা দিতে পারে। এতে করে কাজের ব্যাঘাত ঘটে। এমন সমস্যা থেকে মুক্তি দিতে রাজধানীর আগারগাঁওয়ের আইডিবি ভবনে বিনামূল্য সারানো যাচ্ছে ল্যাপটপ-ডেস্কটপসহ সকল আইটি পণ্য।
বিসিএস কম্পিউটার সিটির উদ্যোগে আয়োজিত ‘ফ্রি সার্ভিস ফেস্ট’ চলবে আগামী ১৩ এপ্রিল পর্যন্ত। ১০ দিনের এই আয়োজনে শীর্ষ ব্র্যান্ড এসার, আসুস, এভিটা, গিগাবাইট, এইচপি, লেনেভো, এমএসআই আলাদা আলাদা স্টলে ফ্রি সার্ভিস প্রদান করছে।
সেবা বিনামূল্য হলেও ডিভাইস সারাতে কোনো যন্ত্রাংশের প্রয়োজন হলে তার অর্থ পরিশোধ করতে হচ্ছে গ্রাহককে। এই আয়োজন উপলক্ষে আইডিবি ভবনের প্রত্যেক শো-রুমে চলছে বিশেষ ছাড় ও উপহার।
বিসিএস কম্পিউটার সিটির সভাপতি মযহার ইমাম চৌধুরী (পিনু) বলেন, প্রতিবছর আমরা এ ধরনের আয়োজন করে থাকি, তাতে প্রচুর সাড়া পাওয়া যায়। অনেকেই বিনামূল্যে সেবা নিতে আসেন। পাশাপাশি এ উপলক্ষে ছাড় এবং উপহারের সুযোগ থাকছে।
বিসিএস কম্পিউটার সিটি দেশের সর্ববৃহৎ কম্পিউটার মার্কেট। এখানে রয়েছে ৯৫ শতাংশ ডিস্ট্রিবিউটরের শোরুম।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।