জুমবাংলা ডেস্ক : গরিব অসহায় বেকার যুবকদের কাজের আওতায় আনার জন্য সরকার দেশজুড়ে বিনামূল্যে ড্রাইভিং প্রশিক্ষণ দেবে। একই সঙ্গে বিনা খরচায় তাদের দেয়া হবে ড্রাইভিং লাইসেন্স এবং দেয়া হবে টাকাও।
এক মাস মেয়াদি এ প্রশিক্ষণ কোর্সে পুরুষদের পাশাপাশি নারীরাও অংশ নিতে পারবেন।
পাশাপাশি গাড়ি চালনায় দক্ষ হয়ে তরুণরা যাতে টেকসই জীবিকা নিশ্চিত করতে পারে তা-ও এই প্রকল্পের লক্ষ্য।
এক মাস মেয়াদি এই অনাবাসিক প্রকল্পে সীমিতসংখ্যক মানুষ সুযোগ পাবে। অংশগ্রহণকারীদের প্রত্যেককে দৈনিক ১৫০ টাকা ভাতাও দেয়া হবে।
তবে যাদের কোনো ধরনের ড্রাইভিং লাইসেন্স আছে, তারা এই প্রশিক্ষণের জন্য বিবেচিত হবেন না।
বিস্তারিত জানুন-
এ প্রশিক্ষণ কোর্সে পুরুষদের পাশাপাশি নারীরাও অংশ নিতে পারবেন। বিস্তারিত জানতে আগ্রহীদের নিজ নিজ জেলার যুব উন্নয়ন অধিদপ্তর উপপরিচালকের কার্যালয়ে যোগাযোগের জন্য বলা হয়েছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।