জুমবাংলা ডেস্ক : উপার্জনের অর্থ সহজে না পাওয়া ও ঋণের জটিলতাসহ নানা সমস্যায় ভুগছেন দেশের ফ্রিল্যান্সররা। সমস্যা সমাধানে কেন্দ্রীয় ব্যাংক ও বাণিজ্য মন্ত্রণালয়কে সমন্বিতভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান। সকালে রাজধানীর গুলশানে ফ্রিল্যান্সারদের নিয়ে এক সেমিনারে তিনি এ আহ্বান জানান। বৈদেশিক মুদ্রার রিজার্ভ বৃদ্ধি ও ডলার সংকট নিরসনে ফ্রিল্যান্সাররা বড় ভূমিকা রাখতে পারে বলে মনে করেন ব্যাংকাররা।
বর্তমানে দেশে কাজ করছেন প্রায় ১০ লাখ ফ্রিল্যান্সার। বিশ্বের ২৫৩টি বাজারে গ্রাফিক্স ডিজাইনসহ ১১ ধরনের কাজ করছেন তারা। তবে নিজেদের উপার্জনের অর্থ দেশে আনতে তাদের গুনতে হয় বাড়তি অর্থ। পেপ্যাল না থাকায় ইন্টারন্যাশনাল গেটওয়ের মাধ্যমে অর্থ আনতে প্রতিবার লেনদেনে খরচ হয় সর্বোচ্চ ১০ ডলার পর্যন্ত। প্রয়োজনীয় ব্যাংক ঋণও পাচ্ছেন না অনেকেই।
এক ফ্রিল্যান্সার অভিযোগ করে বলেন, ‘মানুষ যখন ফ্রিল্যান্সিং করার সিদ্ধান্ত নেয় তখন তার কাছে কোনো আইডিয়া থাকে না। তখন এপাশ ওপাশ ঘুরতে ঘুরতে অনেকটা সময় নষ্ট হয়ে যায়। আপনি হয়তো অনলাইনে কাজটা করলেন, কিন্তু সরাসরি আপনার একাউন্টে টাকাটা আনতে পারছেন না। আমাদের দেশে এখনও এটা অথরাইজ হয়নি যে পেপ্যাল একাউন্ট থেকে সরাসরি বাংলাদেশের কোনো একাউন্টে আপনি টাকাটা আনতে পারবেন। টাকাটা আনার জন্য যখন ব্যাংকে যাওয়া হয় সেখানে তারা বিভিন্ন ধরনের ডকুমেন্টস চায়।’
ফ্রিল্যান্সারদের লেনদেন সহজ করে মেধাস্বত্ব সুরক্ষায় নীতিমালা করা হচ্ছে বলে জানিয়েছে তথ্যপ্রযুক্তি বিভাগ। বিভাগের অতিরিক্ত সচিব মোস্তাফা কামাল বলেন, ‘বাংলাদেশ ব্যাংক, অর্থ মন্ত্রণালয় সব সেক্টর মিলিয়েই আমরা কাজ করছি। আমার মনে হয় খুব দ্রুতই এটার একটা সমাধান বের হয়ে আসবে। ফ্রিল্যান্সাররা যাতে তাদের আর্নিংসগুলো, ফরেইন রেমিটেন্সগুলো স্মুথলি নিয়ে আসতে পারে সেক্ষেত্রে আমরা আন্তরিক।’
সাইবার জগতে ফ্রিল্যান্সারদের সহজে বিচরণ নিশ্চিত করতে কেন্দ্রীয় ব্যাংকের সঙ্গে বাণিজ্য ও আইসিটি মন্ত্রণালয়কে সমন্বিতভাবে কাজ করার তাগিদ দেন পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান। তিনি বলেন, ‘আসলে আইনী বা বিধিগত কিছু বাধা কিন্তু রয়ে গেছে। কেন্দ্রীয় ব্যাংক, বাণিজ্য মন্ত্রণালয় ও আইসিটি এই ত্রয়ীর মাধ্যমে এগুলো নিমেশেই সমাধান করা সম্ভব।’
ফ্রিল্যান্সার অ্যাসোসিয়েশনের তথ্য মতে, গত বছর দেশের ফ্রিল্যান্সাররা এক বিলিয়ন ডলার আয় করলেও চলতি বছরের ৯ মাসে আয় দেড় বিলিয়ন ডলার।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।