বিশ্ব ফুটবলের সবচেয়ে মর্যাদাপূর্ণ আসর ফিফা বিশ্বকাপ। এই টুর্নামেন্ট আয়োজনে বিপুলসংখ্যক কর্মীর প্রয়োজন হয়, যার বড় একটি অংশই স্বেচ্ছাসেবকদের মাধ্যমে নেওয়া হয়ে থাকে। ৪ বছর অন্তর অন্তর অনুষ্ঠেয় বৈশ্বিক এই মহারণের পরবর্তী আসর ২০২৬ সালে অনুষ্ঠিত কানাডা, যুক্তরাষ্ট্র ও মেক্সিকোর যৌথ আয়োজনে গড়াবে।
আসন্ন এই বিশ্বকাপের সফল আয়োজন নিশ্চিতে ইতোমধ্যেই স্বেচ্ছাসেবী নিয়োগের আবেদন প্রক্রিয়া শুরু করেছে বিশ্ব ফুটবলের নিয়ন্তা সংস্থাটি। নির্বাচিত স্বেচ্ছাসেবীরা ম্যাচ আয়োজন, দর্শক সেবা, লজিস্টিকসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্বে কাজ করবেন।
৪৮ দলের এই টুর্নামেন্টে ৬ সপ্তাহব্যাপী কাজ করতে প্রায় ৬৫ হাজার স্বেচ্ছাসেবী নিতে পারে ফিফা। স্টেডিয়াম, প্রশিক্ষণকেন্দ্র, বিমানবন্দর, হোটেলসহ মোট ২৩টি কার্যক্রম পরিচালনার জন্য ১৬টি শহরে সহায়তা প্রদান করবেন স্বেচ্ছাসেবীরা। এখন থেকেই কেউই এই আবেদন করতে পারবেন।
এ বিষয়ে ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো জানিয়েছেন, ‘স্বেচ্ছাসেবীরা ফিফা টুর্নামেন্টের হৃদয়, আত্মা ও হাসি। আমরা আশা করি আগ্রহী ব্যক্তিরা ২০২৬ সালে বিশ্বকে স্বাগত জানাতে আমাদের সঙ্গে যুক্ত হবেন।’
স্বেচ্ছাসেবী হিসেবে কাজ করতে কোনো পূর্ব অভিজ্ঞতার প্রয়োজন নেই। তবে আবেদনকারীদের বয়স কমপক্ষে ১৮ বছর এবং আয়োজক দেশে স্বেচ্ছাসেবী হিসেবে কাজ করার যোগ্যতা থাকতে হবে।
ভাষাগত দক্ষতার ক্ষেত্রেও কিছু শর্ত রেখেছে ফিফা। সেক্ষেত্রে ইংরেজি ভাষায় সাবলীলতা আবশ্যক। পাশাপাশি মেক্সিকোয় দায়িত্ব পালনের ক্ষেত্রে স্প্যানিশ এবং কানাডায় কাজের জন্য ফরাসি ভাষার দক্ষতাকে অগ্রাধিকার দেওয়া হবে। অন্য যেকোনো অতিরিক্ত ভাষাজ্ঞান আবেদনকারীদের জন্য বাড়তি সুবিধা হিসেবে গণ্য হবে।
চলতি বছরের আগস্ট থেকে সেপ্টেম্বর মাস পর্যন্ত আবেদন করা যাবে। তবে নির্দিষ্ট করে কোনো সময়সীমা অর্থাৎ তারিখ জানায়নি ফিফা। আগামী ১১ জুন থেকে ১৯ জুলাই ২০২৬ পর্যন্ত মোট ৮টি শিফটে বিশ্বকাপে সেবা প্রদান করবেন স্বেচ্ছাসেবীরা। আগ্রহীরা আবেদন করতে এই লিংকে ক্লিক করুন।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।