লাইফস্টাইল ডেস্ক : ফ্রিজ ও টিভি একবার কেনার পর অনেক দিন ব্যবহার করা যায়। তাই যন্ত্র দুটি কেনার আগে পরিকল্পনার কমতি করে না কেউ। বিশেষ করে কোন মডেলের কত দাম, পছন্দের মডেল নির্দিষ্ট বাজেটে পাওয়া যাবে কি না—এ রকম নানা ভাবনা মাথায় ভর করে। আবার যন্ত্রগুলো টেকসই হবে তো, এমন প্রশ্নও ঘুরপাক খায় মাথায়।
পছন্দের ফ্রিজ ও টিভি কেনার আগে অবশ্যই নিজেদের বাজেট ও ব্যবহারের দিকগুলো খেয়াল করা উচিত। পরিবারের সদস্যসংখ্যা, বাজার করার অভ্যাস, খাদ্যদ্রব্য সংরক্ষণের পরিমাণ, নিজেদের রুচি—এসব মিলিয়ে সিদ্ধান্ত নেওয়া গুরুত্বপূর্ণ। নির্দিষ্ট ব্র্যান্ডগুলো সম্পর্কে জানাশোনা একটি ভালো মানের ফ্রিজ ও টিভি কিনতে সহায়ক ভূমিকা রাখবে। বাজারে অনেক ব্র্যান্ডের ফ্রিজ ও টিভি রয়েছে। একেক ব্র্যান্ডের পণ্যের একেক রকম দাম।
ওয়ালটন ফ্রিজ ও টিভি
ফ্রিজ বিকিকিনির দিক দিয়ে বাংলাদেশের বাজারে সবচেয়ে এগিয়ে রয়েছে ওয়ালটন। দেশি এই প্রতিষ্ঠানটির অনেক মডেলের ফ্রিজ রয়েছে। এগুলোর ধারণক্ষমতা ১২৫ থেকে ৩০০ লিটার পর্যন্ত।
দাম ২২ হাজার ৫০০ থেকে ৮০ হাজার ৫০০ টাকার মধ্যে। কেনার পর বেশ কিছু বিক্রয়োত্তর সেবাও দিয়ে থাকে ওয়ালটন। এক বছরের রিপ্লেসমেন্ট সুবিধা রয়েছে। কম্প্রেসরে পাওয়া যাবে ১২ বছরের গ্যারান্টি ও পাঁচ বছরের বিক্রয়োত্তর সেবা। ওয়ালটনের বেশ কয়েকটি মডেলের টেলিভিশন রয়েছে।
এগুলোর দাম পড়বে ১৫ হাজার থেকে ৫০ হাজার টাকা পর্যন্ত।
মিনিস্টার ফ্রিজ ও টিভি
মিনিস্টার ফ্রিজ পাওয়া যাবে ২০ হাজার থেকে ৯০ হাজার টাকার মধ্যে। এই ফ্রিজেও পাবেন রিপ্লেসমেন্ট সুবিধা। ১২ বছরের কম্প্রেসর গ্যারান্টি। মিনিস্টারের বিভিন্ন মডেলের টেলিভিশনের দাম পড়বে ১৬ হাজার থেকে ৪৪ হাজার টাকার মধ্যে। টেলিভিশনেও পাওয়া যাবে বিক্রয়োত্তর বেশ কিছু সুবিধা।
যমুনা ফ্রিজ ও টিভি
যমুনা ফ্রিজের বিভিন্ন মডেলের দাম পড়বে ২৫ হাজার থেকে এক লাখ ২৫ হাজার টাকার মধ্যে। যমুনা ফ্রিজেও কম্প্রেসর ও রিপ্লেসমেন্ট সেবা পাওয়া যাবে। যমুনা টেলিভিশনের মডেলভেদে দাম পড়বে ২০ হাজার থেকে ৬০ হাজার টাকার মধ্যে।
ভিশন ফ্রিজ ও টিভি
ভিশন ব্র্যান্ডের বিভিন্ন মডেলের ফ্রিজ কেনা যাবে ২৫ হাজার থেকে ৮০ হাজার টাকার মধ্যে। এই ব্র্যান্ডেও পাওয়া যাবে বিক্রয়োত্তর সেবা ও কম্প্রেসর গ্যারান্টি। আর টেলিভিশনের মডেলভেদে দাম পড়বে ১৬ হাজার থেকে ৪৪ হাজার টাকা। টেলিভিশনেও রয়েছে বিক্রয়োত্তর নানা সেবা পাওয়ার নিশ্চয়তা।
প্যানাসনিক ফ্রিজ ও টিভি
প্যানাসনিক ব্র্যান্ডের বিভিন্ন মডেলের ফ্রিজের দাম পড়বে ৩০ হাজার থেকে এক লাখ ৫০ টাকার মধ্যে। এই ব্র্যান্ডেও পাওয়া যাবে বিক্রয়োত্তর নানা সেবা। ব্র্যান্ডটির বিভিন্ন মডেলের টেলিভিশনের দাম পড়বে ২০ হাজার থেকে ৮০ হাজার টাকার মধ্যে। টেলিভিশনেও পাওয়া যাবে বিক্রয়োত্তর বেশ কিছু সুবিধা।
এলজি ফ্রিজ ও টিভি
এলজির ১৩৮ লিটারের ডিপ ফ্রিজের দাম ৩৯ হাজার ৯০০ টাকা। ১৯০ লিটারের দাম ৪৪ হাজার ৫০০ টাকা। ১৯০ লিটারের আরেকটি মডেলের দাম ৪৬ হাজার ৯০০ টাকা। এলজি টেলিভিশন পাওয়া যাবে ৫০ হাজার থেকে তিন লাখ টাকা।
সিঙ্গার ফ্রিজ ও টিভি
সিঙ্গারের ১৩৮ লিটারের ডিপ ফ্রিজের দাম ২৬ হাজার ৫৯০ টাকা, ১৬৪ লিটার ৪৩ হাজার ৩৯০ টাকা, ২১১ লিটার ৩৩ হাজার ১৯০ টাকা, ২৮৬ লিটার ৩৯ হাজার ২৯০ টাকা এবং ৩৮০ লিটার ৪৭ হাজার ৩৯০ টাকা। সিঙ্গার টেলিভিশন পাওয়া যাবে ৪০ হাজার থেকে আড়াই লাখের মধ্যে।
স্যামসাং ফ্রিজ ও টিভি
ক্রেতার চাহিদা অনুযায়ী বিভিন্ন রঙের ফ্রিজ এনেছে স্যামসাং। মডেল ভেদে সামসাং ফ্রিজের দাম পড়বে ৯৫ হাজার ৯০০ টাকা থেকে দুই লাখ টাকা। স্যামসাংয়ের বিভিন্ন মডেলের টেলিভিশন পাওয়া যাবে ৬০ হাজার থেকে তিন লাখ টাকায়। টিভি ও ফ্রিজ দুইটাতেও পাওয়া যাবে বিক্রয়োত্তর নানা সেবা।
কিস্তিতেও কেনা যাবে
চাইলে কিস্তিতেও কিনতে পারবেন ফ্রিজ ও টিভি। তিন মাস মেয়াদের নিলে পণ্যের মূল দাম পরিশোধ করলেই হবে। বাড়তি কোনো ইন্টারেস্ট দিতে হবে না। যদি ছয়, ১২ বা ২৪ মাসের কিস্তি সুবিধা নিতে চান, তাহলে প্রকৃত দামের ওপর কিছু ইন্টারেস্ট দিতে হবে। এটি ৮ থেকে ১২ শতাংশের মধ্যে হয়ে থাকে। এ জন্য এনআইডি কার্ডের ফটোকপি, দুই কপি পাসপোর্ট সাইজের ছবি, সর্বশেষ মাসের ইউটিলিটি বিলের (বিদ্যুত্, পানি অথবা গ্যাস) কপি এবং দুজন গ্যারান্টার লাগবে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।