বিনোদন ডেস্ক : অনেকদিন ধরেই মেয়ে মালতিকে ক্যামেরার সামনে থেকে দূরে রেখেছেন প্রিয়াঙ্কা চোপড়া। বলি জগতের অন্যতম জনপ্রিয় অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া একাধিক হিট ফিল্ম করে ভারতীয় দর্শকদের মনের মধ্যে জায়গা করে নিয়েছেন।
তবে এখন তিনি থাকেন হলিউড জগতেই। এছাড়া পপ তারকা নিক জোনাসকে বিয়ে করে বিদেশে চলে গিয়েছেন তিনি। এছাড়া অতিসম্প্রতি মা হয়েছেন প্রিয়াংকা চোপড়া। তারপর থেকেই নিজের জীবনে বেশ ব্যস্ত থাকেন অভিনেত্রী। আসলে প্রেগন্যান্ট না হলেও প্রিয়াংকা চোপড়া এবং নিক জোনাস সারোগেসির মাধ্যমে নিজেদের প্রথম সন্তান নিয়েছেন।
বর্তমানে সোশ্যাল মিডিয়ার দুনিয়াতে ব্যাপক আলোচনায় রয়েছেন অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া। মা হওয়ার পর বেশ খুশি তিনি। তবে নিজের কন্যা সন্তানের নাম রাখার পর থেকে মিডিয়ার আলোচনার কেন্দ্রবিন্দুতে চলে এসেছিলেন তিনি।
আসলে অভিনেত্রী নিজের মেয়েকে এমন এক অদ্ভুত নাম দিয়েছেন যা শুনে অবাক হয়ে গিয়েছেন আপামর জনসাধারণ। প্রিয়াঙ্কা চোপড়া তার কন্যা সন্তানের নাম রেখেছে মালতি। এতদিন কোনরকম সোশ্যাল মিডিয়া সাইটে মালতির কোনো ছবি দেখা যায়নি। দুই তারকা জুটি সর্বদাই ক্যামেরার সামনে থেকে সরিয়ে রাখতেন তাদের কন্যাসন্তানকে।
তবে অতি সম্প্রতি ইন্টারনেট দুনিয়াতে ফাঁস হয়ে গিয়েছে মালতির কয়েকটি ছবি। স্বভাবতই মুহূর্তের মধ্যে ভাইরাল হয়ে যায় সেইসব ছবি। অবশ্য এই ছবিটি নিজে প্রিয়াঙ্কা চোপড়া পোস্ট করেননি। বরং প্রিয়াঙ্কার ঘনিষ্ঠ বন্ধু তামান্নাহ দত্ত সম্প্রতি একটি ছবি শেয়ার করেছেন যাতে প্রিয়াঙ্কা চোপড়াকে তার মেয়ে মালতির সাথে দেখা গেছে।
চোখের পলকে এই ছবি ইন্টারনেট দুনিয়াতে ব্যাপক ভাইরাল হয়ে গেছে। অনেকেই কমেন্ট করে জানিয়েছেন যে মালতিকে অনেকটা প্রিয়াঙ্কার মত দেখতে। এছাড়াও অনেকে জানিয়েছে যে প্রিয়াঙ্কা চোপড়ার কন্যাকে বেশ কিউট দেখতে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।