বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক : সমুদ্রের গভীর জগৎ বরাবরই রহস্যে ভরা। সেখানে লুকিয়ে থাকা অজানা জীবজগৎ আমাদের প্রতিনিয়ত চমকে দেয়। গভীর সমুদ্রের পরিবেশ এমন যে, সেখানে নতুন নতুন জীবের সন্ধান পাওয়া খুবই স্বাভাবিক।
এমনই এক রহস্যময় ও ভয়ঙ্কর সামুদ্রিক প্রাণী হলো ফ্রগফিশ। এরা এমনভাবে নিজেদের চারপাশের পরিবেশের সঙ্গে মিশে যেতে পারে যে, চোখে পড়াই কঠিন। একে বলে ছদ্মবেশ বা ক্যামোফ্লাজ। সাধারণত এদের শরীর মোটা ও খসখসে, আর মুখটা উপরের দিকে উঠে থাকে। শিকারের জন্য এরা পুরোপুরি স্থির হয়ে থেকে ওত পেতে থাকে।
উইকিপিডিয়ার তথ্য অনুযায়ী, ফ্রগফিশের শিকারের ধরন বেশ চমকপ্রদ। তারা আশপাশের পরিবেশের মতো রঙ ও গঠন নিয়ে নেয়, যেন সম্পূর্ণ অদৃশ্য হয়ে যায়। এদের দৈর্ঘ্য সাধারণত ২.৫ সেন্টিমিটার থেকে শুরু করে ৩৮ সেন্টিমিটার পর্যন্ত হয়ে থাকে। এরা ছোট মাছ ও অন্যান্য সামুদ্রিক প্রাণী খেয়ে বাঁচে। মূলত উষ্ণ ও গ্রীষ্মমন্ডলীয় সমুদ্রেই এদের দেখা মেলে।
এই রহস্যময় মাছটি শুধুই তার ছদ্মবেশ নয়, বরং সাম্প্রতিক সময়ের আচরণ পরিবর্তনের জন্যও আলোচনায় এসেছে। গবেষকরা লক্ষ্য করছেন, ফ্রগফিশ এখন আগের তুলনায় অনেক বেশি আগ্রাসী হয়ে উঠেছে। শিকার ধরতে গিয়ে তারা এতটাই হিংস্র আচরণ করছে যে, আশপাশের প্রাণীগুলো মারাত্মক ভয়ে আছে। কেউ একটু কাছে গেলেই এরা ঝাঁপিয়ে পড়ে আক্রমণ করছে।
এমন আচরণ গবেষকদের চিন্তায় ফেলেছে। হঠাৎ করে এই আচরণে এত বড় পরিবর্তন কেন? এটা কি পরিবেশগত পরিবর্তনের ইঙ্গিত? নাকি আরও বড় কোনো বিপদের পূর্বাভাস? এখন প্রশ্ন উঠছে, শুধুই ফ্রগফিশের মধ্যেই এই বদল দেখা যাচ্ছে, না কি জলের তলায় থাকা অন্যান্য প্রাণীর মধ্যেও এমন পরিবর্তন ঘটছে?
গভীর সমুদ্রের এই নিঃশব্দ পরিবর্তন বিজ্ঞানীদের জন্য এক নতুন ধাঁধা তৈরি করেছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।