বিনোদন ডেস্ক : বলিউডের বিখ্যাত ফিল্ম পরিবার বচ্চন পরিবার। পরিবারের অন্যতম মহাতারকা অমিতাভ বচ্চন। তাঁর স্ত্রী জয়া বচ্চনও তাই। পুত্র অভিষেক অভিনেতা, পুত্রবধূ ঐশ্বর্য রাই বচ্চনও তাই। কন্যা শ্বেতা বচ্চন সিনেমা জগতে পা রাখেননি। তাঁর কন্যা নব্যা নভেলি নন্দা অভিনয়কে পেশা করেননি। কিন্তু শ্বেতার পুত্র অগস্ত্যর সিনেমায় অভিষেক ঘটেছে।
সকলেই জানেন বচ্চন বধূ ঐশ্বর্য রাই বচ্চন ছোটবেলা থেকেই লেখাপড়ায় ভাল ছিলেন। তিনি আর্কিটেকচার নিয়ে লেখাপড়াও শুরু করেন। কিন্তু পরিবারের বাকিরা। তাঁরা কে কেমন লেখাপড়ায়?
অমিতাভ বচ্চন: বিজ্ঞানের ছাত্র ছিলেন অমিতাভ বচ্চন। কিরোরি মাল কলেজ থেকে স্নাতক হয়েছিলেন ১৯৬২ সালে। তার আগে নৈনিতালের শেরউড কলেজে পড়েছেন। স্কুলিং করেছেন এলাহাবাদের বয়েজ় হাই স্কুল অ্যান্ড কলেজ থেকে।
জয়া বচ্চন: জয়া বচ্চনের শিক্ষাগত যোগ্যতা তাক লাগানো। ভোপালের সেন্ট জোসেফ কনভেন্ট স্কুলে পড়েছেন তিনি। পুনের ফিল্ম অ্যান্ড টেলিভিশন ইনস্টিটিউট (এফটিআইআই) থেকে স্নাতক হয়েছেন।
অভিষেক বচ্চন: ছোটবেলায় ডিসলেক্সিয়ায় আক্রান্ত ছিলেন অভিষেক বচ্চন। মুম্বইয়ের স্কটিশ স্কুলের ছাত্র ছিলেন তিনি। কয়েক বছর সেখানেই লেখাপড়া করার পর সুইটজ়ারল্যান্ডের এইগলন কলেজ থেকে স্কুল পাশ করেন। দিল্লির যমুনাবাঈ নার্সি স্কুল এবং মর্ডান স্কুলেও পড়েছেন। পরবর্তীকালে উচ্চশিক্ষা লাভ করতে বস্টন পাড়ি দেন। বস্টন বিশ্ববিদ্যালয় থেকে বিজ়নেস নিয়ে লেখাপড়া করেন তিনি।
শ্বেতা বচ্চন নন্দা: নিউ দিল্লির মর্ডান স্কুল থেকে পাশ করেছেন অমিতাভ এবং জয়ার কন্যা শ্বেতা। দেহরাদুনের দুন স্কুলেও পড়েন তিনি। শ্বেতার রয়েছে এমবিএ ডিগ্রিও।
নব্যা নভেলি নন্দা: অমিতাভ-জয়ার কন্যা শ্বেতার মেয়ে নব্যা নিউ ইয়র্ক সিটিতে লেখাপড়া শেষ করেছেন। তিনি পড়েছেন ফোর্ডহ্যাম বিশ্ববিদ্যালয় থেকে। ডিজিটাল টেকনোলজি এবং ইউএক্স ডিজ়াইন নিয়ে উচ্চশিক্ষা লাভ করেছেন তিনি।
অগস্ত্য নন্দা: কয়েক মাস আগে মুক্তি পেয়েছে অগস্ত্য নন্দার ছবি ‘দি আর্চিজ়’। লন্ডনের সেভেনওক্স স্কুল থেকে লেখাপড়া করেন অগস্ত্য।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।