জুমবাংলা ডেস্ক : ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ঢাকাগামী শ্যামলী পরিবহনের একটি বাস থেকে ইয়াবাসহ এক রোহিঙ্গা নারীকে আটক করেছে পুলিশ। এ সময় তার কাছ থেকে এক হাজার পিস ইয়াবা জব্দ করা হয়।
বুধবার (১৯ জুলাই) মিরসরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কবির হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন। মঙ্গলবার রাত ১০টায় তাকে আটক করা হয়।
আটককৃত নারী কক্সবাজারের টেকনাফ থানার নোয়াপাড়া রোহিঙ্গা ক্যাম্পের ই-ব্লকের বাসিন্দা আব্দুস সালামের স্ত্রী রোজিনা বেগম (৩০)।
পুলিশ সূত্রে জানা যায়, মঙ্গলবার রাতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মিরসরাই সদরে চট্টগ্রাম থেকে ঢাকাগামী ওই বাসে তল্লাশি করা হয়। এ সময় সন্দেহ হলে নারী পুলিশ সদস্য দিয়ে রোহিঙ্গা নারীর দেহ তল্লাশি করে ১০০০ পিস ইয়াবা জব্দ করা হয়েছে।
ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কবির হোসেন জানান, মঙ্গলবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে ওই বাসে তল্লাশি করে ইয়াবাসহ এক রোহিঙ্গা নারীকে আটক করা হয়েছে। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা করে বুধবার তাকে আদালতে পাঠানো হয়েছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।