বিনোদন ডেস্ক : দেশীয় ফিল্ম ইন্ডাস্ট্রিতে টেকনিক্যাল দিক থেকে শুরু করে অনেক কিছু দেখিয়েছেন। বিদেশের সিনেমার মতো অ্যাকশন তার সিনেমার মাধ্যমেই দর্শক প্রথমবার দেখার সুযোগ পেয়েছেন। তিনি অনন্ত জলিল।
দীর্ঘ আট বছর পর নতুন সিনেমা নিয়ে হাজির হয়েছেন এ নায়ক। ঈদ উপলক্ষে গত (১০ জুলাই) দেশের ১১৫টি হলে মুক্তি পেয়েছে অনন্ত জলিলের ‘দিন দ্য ডে’ সিনেমাটি। বরাবরের মতো এবারও তার সঙ্গী হয়েছেন বর্ষা। এক সাক্ষাৎকারে বিভিন্ন বিষয়ে খোলামেলা কথা বলেছেন অনন্ত জলিল।
ছোটবেলায় বেশ দুষ্টু ছিলেন, বাবা-মাকে বেশ ঝক্কি পোহাতে হয়েছে- এমন প্রশ্নের জবাবে অনন্ত জলিল বলেন, ‘দুষ্টু থেকে এখন ভালো হয়ে গেছি।’
বাস্তব জীবন ও পর্দা- দুই জায়গাতেই আপনার সঙ্গী বর্ষা। দুই জায়গার বর্ষার মধ্যে পার্থক্য কতটুকু? জবাবে অনন্ত বলেন, ‘পর্দার বর্ষা ওর ক্যারেক্টার প্লে করে। বাস্তবের বর্ষা তো আমার বউ।’
বর্ষা রাগ করলে কীভাবে ভাঙান জানতে চাইলে নায়ক জানান, ‘মেয়েরা রাগ করলে তাদের রাগ ভাঙানো স্বামীর দায়িত্ব। যেভাবে অন্যরা ভাঙায় আমিও ঠিক সেভাবেই ভাঙাই।’
স্ত্রীর হাতের প্রিয় রান্নার প্রসঙ্গে জানতে চাইলে তিনি জানান, ‘সব রান্নাই ভালো লাগে। তবে প্রিয় খাবার পায়েস।’
প্রসঙ্গত, বাংলাদেশ ও ইরানের যৌথ প্রযোজনায় নির্মিত হয়েছে ‘দিন দ্য ডে’। সিনেমাটির বাজেট ১০০ কোটি টাকা। এই সিনেমার বাংলাদেশের অংশের প্রযোজক অনন্ত জলিল। অর্থাৎ বাংলাদেশে শুটিংয়ে যে অর্থ ব্যয় হয়েছে, তিনি সেই অংশটুকুতেই লগ্নি করেছেন। অন্যান্য দেশের শুটিংয়ে ব্যয় বহন করেছে ইরানি প্রযোজক। বাজেটের কারণে বেশ আগে থেকেই আলোচনায় রয়েছে ‘দিন-দ্য ডে’। মুক্তির পরেও কম আলোচনা-সমালোচনা হয়নি।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।