বিয়ের নামে পাবলিসিটি স্টান্ট, পুনম থেকে সালমানের যত কাণ্ড

বিনোদন ডেস্ক : তারকারা নানা সময় নানা ধরনের পাবলিসিটি স্টান্ট করে থাকেন। কিন্তু আগে থেকে সেগুলো মোটেই ধরা যায় না। উল্টে খবর পেয়ে হকচকিয়ে যান তাদের ভক্তরা। এই যেমন সম্প্রতি প্রেরণা আর সৈকতের বিয়ে নিয়ে হল। অতীতেও একাধিকবার ঘটেছে এই ঘটনা। কোনগুলো মনে আছে?

সবার আগেই বলা যাক, কয়েক মাস আগেই পুনম পান্ডে যেটা ঘটালেন। প্রথমে ঘোষণা করে দেওয়া হয় যে তিনি মারা গেছেন। পরে জানা যায়নি সেটা পাবলিসিটি স্টান্ট ছিল, ক্যানসার নিয়ে সতর্কতা ছড়াবেন বলেই এমনটা রটিয়েছিলেন।

২০০৯ সালে থ্রি ইডিয়ট ছবিটি মুক্তি পাওয়ার আগে সেই ছবি প্রচারের জন্য ছদ্মবেশে সৌরভ গঙ্গোপাধ্যায়ের বাড়ি গিয়ে হাজির হন আমির খান। কিন্তু তাকে চিনতে না পেরে ঢুকতে দেন না দাদার বাড়ির নিরাপত্তারক্ষী। স্বাভাবিকভাবেই এটা আলোচনায় আসে এবং এভাবেই এই ছবির প্রচার হয়েছিল।

বিয়ের ঠিক আগে যখন কিয়ারা আদভানি এবং সিদ্ধার্থের সম্পর্ক নিয়ে বেশ গুঞ্জন শোনা যাচ্ছিলো, তখন বলেছিলেন যে একটি বিশেষ ঘোষণা আছে। সবাই ভেবেছিল নিজের সম্পর্কের বিষয় হয়তো জানাবেন অভিনেত্রী কিয়ারা। পরে জানা গেল, না তেমন কিছুই না। বরং একটি ব্র্যান্ডের সঙ্গে তার কোলাবোরেশনের কথা জানান।

সালমান খানের বিয়ের বিষয় নিয়ে তো একাধিকবার হইচই পড়েছে। তবে একবার খোদ অভিনেতা নিজেই বড় ঘোষণা বলে এমনভাবে প্রচার করেছিলেন যে সবাই ভেবেছিল তিনি হয়তো এবার আইবুড়ো নাম ঘুচিয়ে বিয়ে করবেন। কিন্তু, না পরে জানা যায় তেমন কিছুই না। তিনি সেই ঘোষণাও আর করেননি।

রাজ কুন্দ্রা একবার ঘোষণা করেন বিচ্ছেদের কথা। সবাই ধরে নেন যে তার এবং শিল্পা শেঠির বুঝি বিবাহবিচ্ছেদ হচ্ছে। পরে বোঝা যায় যে তিনি আদতে তার মাস্ক যেটা পরে তিনি সব জায়গায় যেতেন, সেটার সঙ্গে বিচ্ছেদের কথা বুঝিয়েছেন।