ক্যামেরা থেকে প্রসেসর, পাল্টে যাচ্ছে গ্লোবাল Oppo Reno 12 সিরিজের একাধিক বৈশিষ্ট্য

oppo

বিজ্ঞান ও প্রযক্তি ডেস্ক : ওপ্পো চলতি মাসে বিশ্ববাজারে Oppo Reno 12 এবং Oppo Reno 12 Pro স্মার্টফোনগুলি লঞ্চ করা হবে বলে আশা করা হচ্ছে। সাম্প্রতিক রিপোর্টগুলি প্রকাশ করেছে যে স্ট্যান্ডার্ড মডেলটি CPH2625 মডেল নম্বর বহন করে, যেখানে প্রো ভ্যারিয়েন্টের মডেল নম্বর CPH2639। গত মাসে, গিকবেঞ্চ (Geekbench) বেঞ্চমার্কিং প্ল্যাটফর্মে স্ট্যান্ডার্ড Oppo Reno 12 মডেলটিকে দেখা গেছে। আর এখন, একই বেঞ্চমার্কিং প্ল্যাটফর্মে Oppo Reno 12 Pro ভ্যারিয়েন্টটিও হাজির হয়েছে। গিকবেঞ্চ লিস্টিং থেকে কি কি তথ্য উঠে এল এই হ্যান্ডসেটটির সর্ম্পকে, আসুন জেনে নেওয়া যাক।

oppo

Oppo Reno 12 Pro (গ্লোবাল) হাজির হল Geekbench বেঞ্চমার্কিং প্ল্যাটফর্মে
গিকবেঞ্চ বেঞ্চমার্ক ডেটাবেসে CPH2639 মডেল নম্বর সহ ওপ্পো রেনো ১২ প্রো ফোনটি একটি মিডিয়াটেক চিপসেটের সাথে তালিকাভুক্ত হয়েছে। এই প্রসেসরটি ২ গিগাহার্টজ ক্লক স্পিডে চলমান চারটি সিপিইউ কোর এবং ২.৫ গিগাহার্টজ গতির চারটি সিপিইউ কোর দ্বারা গঠিত। এছাড়া, গিকবেঞ্চ তালিকার সোর্স কোড প্রকাশ করেছে যে, এতে মালি-জি৬১৫ এমসি২ জিপিইউ যুক্ত রয়েছে।

এই তথ্যগুলি ইঙ্গিত করে যে, ওপ্পো রেনো ১২ প্রো সম্প্রতি লঞ্চ হওয়া মিডিয়াটেক ডাইমেনসিটি ৭৩০০ চিপসেট দ্বারা চালিত হবে। গিকবেঞ্চ লিস্টিং অনুযায়ী, ডিভাইসটিতে ১২ জিবি র‍্যাম মিলবে এবং এটি অ্যান্ড্রয়েড ১৪ অপারেটিং সিস্টেমে রান করবে। এছাড়া বেঞ্চমার্ক ডেটাবেসটি প্রকাশ করেছে যে, এই ওপ্পো ডিভাইসটি সিঙ্গেল-কোর টেস্টে ১,০৪৩ পয়েন্ট এবং মাল্টি-কোর টেস্টে ২,৯৪৪ পয়েন্ট অর্জন করেছে।

জানিয়ে রাখি, Oppo Reno 12 ফোনটিকে এর আগে একই সিপিইউ এবং জিপিইউ সহ গিকবেঞ্চে দেখা গিয়েছিল। তাই, এটা সম্ভব যে এই মডেলটিও MediaTek Dimensitye 7300 চিপসেটের সাথে আসবে। Oppo Reno 12 ফোনটি গিকবেঞ্চ লিস্টিং অনুসারে, ৮ জিবি র‍্যাম এবং অ্যান্ড্রয়েড ১৪ ওএস সহ আসবে। এই মডেলটি বেঞ্চমার্ক প্ল্যাটফর্মের সিঙ্গেল-কোর এবং মাল্টি-কোর টেস্টে ১,০৩৩ এবং ২,৭৫০ পয়েন্ট অর্জন করেছে।

স্বর্ণ চোরাচালান: মূলহোতারা আড়ালে, ধরা পড়ে চুনোপুঁটি

উল্লেখ্য, গত মাসে চীনে Oppo Reno 12 সিরিজটি লঞ্চ হয়েছে। স্ট্যান্ডার্ড মডেলের চীনা সংস্করণে MediaTek Dimensity 8250 চিপসেটটি রয়েছে, যেখানে প্রো মডেলটি Dimensity 9200+ প্রসেসরের সাথে এসেছে। অনুমান করা হচ্ছে যে, Oppo Reno 12 এবং Oppo Reno 12 Pro হ্যান্ডসেটের গ্লোবাল মডেলে তাদের চীনা মডেলের থেকে আলাদা ক্যামেরা থাকবে।