বিনোদন ডেস্ক: ওয়েব সিরিজ ‘নন্দিনী’-র শ্যুটিং শেষ করলেন অভিনেত্রী ঋতাভরী চক্রবর্তী। সায়ন্তনী পূততুন্ডর উপন্যাস নিয়ে এই ওয়েব সিরিজ তৈরি হয়েছে সুরিন্দর ফিল্মসের প্রযোজনায়। এই ওয়েব সিরিজে এক অন্তঃসত্তা নারীর ভূমিকায় দেখা যাবে ঋতাভরীকে।
এর আগে ধারাবাহিক ও ছবিতে অভিনয় করেছেন ঋতাভরী, ‘নন্দিনী’ তার কাজ করা প্রথম ওয়েব সিরিজ। সোশ্যাল মিডিয়ায় ওয়েব সিরিজের বিভিন্ন দৃশ্য শেয়ার করে নিয়েছেন ঋতাভরী। সেখানে তাকে দেখা যাচ্ছে, সিঁদুর, শাঁখা-পলা পরা গৃহবধূর রূপে।
এই সিরিজে ঋতাভরী তুলে ধরবেন, এক মায়ের তার সন্তানকে বাঁচানোর লড়াইয়ের গল্প। তার গর্ভস্থ সন্তানের ত্রুটি আছে এটা বলে তার বাড়ির মানুষেরা তার গর্ভপাত করাতে চায়। কিন্তু সন্তানকে বাঁচাতে চায় স্নিগ্ধা। আর সেখান থেকেই শুরু হয় তাঁর লড়াইয়ের গল্প।
গর্ভবস্থাকে মাথায় রেখে ৯ মাসের বিভিন্ন চিত্র তুলে ধরা হয়েছে ওয়েব সিরিজে। এর আগে কখনও অন্তঃসত্তা নারীর চরিত্রে দেখা যায়নি ঋতাভরীকে। তাকে এই চরিত্রে কেমনভাবে দেখা যাবে, তা নিয়ে দর্শকদের মধ্যে উত্তেজনা রয়েছে। এই ওয়েব সিরিজের গল্পে, যখন স্নিগ্ধার বাড়ির মানুষেরা তার গর্ভপাত করাতে উদ্যত, তখন একটি ফোন আসে তার কাছে।
সেই ফোন যিনি করছেন, তিনি স্নিগ্ধাকে নিজের সন্তান বলে দাবি করেন। রহস্যময় এই ফোন থেকেই স্নিগ্ধা জানতে পারেন, তার গর্ভের সন্তান ত্রুটিমুক্ত। কিভাবে স্নিগ্ধা লড়াই করে তার সন্তানকে জন্ম দেবেস, সেই নিয়েই এগিয়ে যাবে ওয়েব সিরিজের গল্প।
ঋতাভরী যে ছবির গুচ্ছ শেয়ার করে নিয়েছেন, সেখানে তাকে যেমন বধূবেশে দেখা গিয়েছে, তেমনই দেখা গিয়েছে হাসপাতালের পোশাকেও। ঋতাভরী ছবির ক্যাপশনে শেয়ার করে নিয়েছেন ছবির গল্পের আঁচও। সেই সঙ্গে স্পষ্ট করেছেন সমাজের প্রচলিত ধ্যানধ্যারণা, কুসংস্কারের বিরুদ্ধে বার্তা দেবে এই ছবি। আড্ডা টাইমস এ মুক্তি পাবে এই ছবি।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।