Close Menu
Bangla news
    Facebook X (Twitter) Instagram
    Bangla news
    • প্রচ্ছদ
    • জাতীয়
    • অর্থনীতি
    • আন্তর্জাতিক
    • রাজনীতি
    • বিনোদন
    • খেলাধুলা
    • শিক্ষা
    • আরও
      • লাইফস্টাইল
      • বিজ্ঞান ও প্রযুক্তি
      • বিভাগীয় সংবাদ
      • স্বাস্থ্য
      • অন্যরকম খবর
      • অপরাধ-দুর্নীতি
      • পজিটিভ বাংলাদেশ
      • আইন-আদালত
      • ট্র্যাভেল
      • প্রশ্ন ও উত্তর
      • প্রবাসী খবর
      • আজকের রাশিফল
      • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
      • ইতিহাস
      • ক্যাম্পাস
      • ক্যারিয়ার ভাবনা
      • Jobs
      • লাইফ হ্যাকস
      • জমিজমা সংক্রান্ত
    • English
    Bangla news
    Home রমজানের আগেই নাগালের বাইরে ফলের দাম
    অর্থনীতি-ব্যবসা

    রমজানের আগেই নাগালের বাইরে ফলের দাম

    Saiful IslamJanuary 20, 20254 Mins Read
    Advertisement

    জুমবাংলা ডেস্ক : ডলার সংকট, জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি এবং বিলাসি পণ্য দেখিয়ে অতিরিক্ত শুল্কারোপের ফলে ভোক্তার ওপর ফলের বাড়তি দামের খড়গ চেপে বসেছে। এর মধ্যে আইএমএফর চাপে নতুন করে ফলে শুল্ক বাড়িয়েছে সরকার। এতে ১১-১৭ জানুয়ারি সাত দিনের ব্যবধানে খুচরা বাজারে কেজিপ্রতি বেড়েছে ৩০-১০০ টাকা। ফলে পরিবারের জন্য যারা ফল কিনতেন, তারা তালিকা থেকে পুষ্টিকর এ পণ্যটি বাদ দিচ্ছেন। খুব প্রয়োজন হলে পারিবারিক খরচ সমন্বয় করে এক-দুটি করে ফল ওজন দিয়ে কিনছেন। এমন পরিস্থিতিতে রোজা শুরু হতে প্রায় এক মাস ১০ দিন বাকি থাকলেও এখনই ফলের বাজারে উত্তাপ দেখা দিয়েছে। রোজার আগে বাজারের এমন পরিস্থিতিতে উদ্বিগ্ন রোজাদাররা।

    Fruits

    তারা বলছেন, ফল এখন কোনো বিলাসী পণ্য নয়। এটি জীবন রক্ষায়ও অনেক ক্ষেত্রে উপাধেয় পথ্য। এছাড়া রমজানে ফল ছাড়া রোজাদারের ইফতার অনেকটাই অসম্পূর্ণ।

    এদিকে ৯ জানুয়ারি জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) তাজা ও শুকনা ফলে সম্পূরক শুল্ক ২০ শতাংশ থেকে বাড়িয়ে ৩০ শতাংশ করেছে। এর সঙ্গে আপেল, আঙুর ও তরমুজের মতো কিছু টাটকা ফল ও জুসের ওপরও শুল্ক ২০ শতাংশ থেকে বাড়িয়ে ৩০ শতাংশ করা হয়েছে। বাজারসংশ্লিষ্টরা বলছেন, চাঁদ দেখার ওপর নির্ভর করে পহেলা মার্চ থেকে শুরু হবে রমজান মাস। এই মাসে সব শ্রেণি, বিশেষ করে রোজাদাররা তাদের সামর্থযমতো ইফতারে ফলের আয়োজন করেন।

    দেশীয় ফলের মৌসুম শুরু হবে মে মাস থেকে। এতে রোজার পুরো মাস আমদানি করা ফলের ওপর চাপ বাড়বে। আর এমন সময় ফলের ওপর শুল্ক বাড়ানোয় ইতোমধ্যে বাজারে দাম বেড়ে গেছে। রোজায় এই দাম ক্রেতার নাভিশ্বাস বাড়াবে বলেই ধারণা করা হচ্ছে।

    রোববার কথা হয় রাজধানীর সর্ববৃহত্ পাইকারি বাজার বাদামতলীর জননী ফল আড়তের মহাজন জালাল উদ্দিনের সঙ্গে। তিনি বলেন, সরকার ফলের ওপর ভ্যাট বাড়িয়েছে। আমদানিকারকরা আমদানি পর্যায় থেকে দাম বাড়িয়ে দিয়েছে। এর প্রভাবে আড়তে দাম বেড়ে গেছে।

    তিনি বলেন, আমরা আমদানিকারকদের কাছ থেকে ফল এনে কিছু কমিশনে বিক্রি করে দিই। সেক্ষেত্রে ৯ কেজির আঙুরের বাক্স বিক্রি হচ্ছে ৫০০০ টাকা। যা সাত দিন আগেও ৪৫০০ টাকায় বিক্রি হয়েছে। ২০ কেজি মাপের প্রতি বাক্স আপেল বিক্রি করছি ৫৪০০-৫৫০০ টাকা। যা এক সপ্তাহ আগেও ৫০০০ টাকায় বিক্রি হয়েছে। ৮-৯ কেজির প্রতি বাক্স কমলা বিক্রি হচ্ছে ৫৩০০ টাকা। যা সাত দিন আগেও ৪৫০০ টাকা ছিল। চায়না কমলা প্রতি বাক্স বিক্রি হচ্ছে ৩৫০০ টাকা। যা আগে ৩১০০-৩২০০ টাকা ছিল। ১৪-১৫ কেজি ওজনের প্রতি বাক্স মাল্টা বিক্রি হচ্ছে ৩৫০০ টাকা, যা আগে ৩১০০ টাকায় বিক্রি হয়েছে।

    কনজুমার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ক্যাব) কেন্দ্রীয় কমিটির ভাইস প্রেসিডেন্ট এসএম নাজের হোসাইন বলেন, বিদেশি ফলকে বিলাসপণ্য দেখিয়ে আমদানিতে এলসি মার্জিন ও শুল্ক বাড়ানো হয়েছে। এতে গত বছর রোজা থেকে ফলের দাম বাড়তি। এখন নতুন করে শুল্ক বাড়ানোর ফলে ফলের দাম ফের বেড়েছে। এমন পরিস্থিতিতে কয়েকদিন পরই রোজা শুরু হবে। এই মুহূর্তে কোনো পণ্যে ভ্যাট বাড়ানো ঠিক হয়নি। তাই শুল্ক না বাড়িয়ে ক্রেতাকে স্বস্তি দিতে হবে।

    রোববার রাজধানীর নয়াবাজার, মালিবাগ বাজার ও কাওরান বাজারের খুচরা বিক্রেতাদের সঙ্গে কথা বলে জানা গেছে, প্রতিকেজি আপেল বিক্রি হচ্ছে ৩০০ টাকা। যা সাত দিন আগেও ২৭০-২৮০ টাকায় বিক্রি হয়েছে। প্রতিকেজি কমলা আগে ছিল ২৫০-২৭০ টাকা। এখন ২৮০-৩০০ টাকা। চায়না কমলার কেজি এখন ৩২০ টাকা। যার মূল্য ৩০০ টাকা ছিল। মাল্টা প্রতিকেজি বিক্রি হচ্ছে ২৮০-২৯০ টাকা। সপ্তাহ আগে বিক্রি হয় ২৫০-২৬০ টাকা। সবুজ আঙুর বিক্রি হচ্ছে ৪৬০ টাকা কেজি। সাত দিন আগে ৪০০-৪১০ টাকা ছিল। প্রতিকেজি লাল আঙুর বিক্রি হচ্ছে ৬০০ টাকা দরে। আগে ৫০০ টাকা ছিল।

    রাজধানীর নয়াবাজারে ফল কিনতে এসেছেন মো. নাজমুল হোসেন। তিনি বলেন, অতিরিক্ত দামের কারণে অনেক আগ থেকেই পরিবারের জন্য ফল কেনা বাদ দিয়েছি। হাসপাতালে একজন রোগী দেখতে যাব, তাই ফল কিনতে এসেছি। কিন্তু ফলের যে দাম তা শুনে কী রেখে কী কিনব বুঝতে পারছি না। কয়েকদিন আগেও ফল কিনেছি। তবে আজ এসে দেখি সব ফলের দাম বাড়ানো হয়েছে। তাই দু-একটি করে ওজন দিয়ে কিনতে হচ্ছে। তিনি বলেন, কয়েকদিন পর শুরু হচ্ছে রমজান মাস। তখন এমন দাম থাকলে ইফতারের আইটেম থেকে ফল বাদ দিতে হবে।

    বাংলাদেশ ফ্রেশ ফ্রুটস ইমপোর্টার্স অ্যাসোসিয়েশন সভাপতি সিরাজুল ইসলাম জানান, রমজান মাসে সবাই যাতে ফল কিনে খেতে পারে সেজন্য এক মাস আগেই শুল্ক কমানোর জন্য জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) কাছে চিঠি দিয়েছিলাম। কিন্তু শুল্ক কমানের কোনো সদ্ধিান্ত না নিয়ে নতুন করে বাড়তি শুল্ক আরোপ করা হয়েছে। এই সদ্ধিানে্তর কারণে নতুন করে ফলের দাম বেড়ে গেছে। সেজন্য ক্রেতার ব্যয় বাড়ছে। এতে অনেক ক্রেতা ফল কেনা থেকে বিরত থাকছে। অনেক আমদানিকারক লোকসানের শঙ্কা দেখছেন। তাই নতুন করে ফল আমদানিতে সাহস পাচ্ছেন না। এর প্রভাব অবশ্যই রমজানে পড়বে।

    এদিকে এনবিআরের যে ইউং ফলের শুল্ক নিয়ে কাজ করে তারা জেনেভায় রয়েছে। নাম প্রকাশে অনিচ্ছুক এনবিআরের এক কর্মকর্তা বলেন, আইএমএফ’র শর্ত মানতে গিয়ে শতাধিক পণ্যের ওপর ভ্যাট ও সম্পূরক শুল্ক বাড়ানো হয়েছে। এর মধ্যে ফলও রয়েছে। দেশে বেশি আমদানি হয়। এ কারণে ফল বিলাসি পণ্য হিসাবে তালিকা করা হয়েছে। সে হিসাবে শুল্ক বাড়ানো হয়েছে। কারণ এটা মানুষের ভোগ্যপণ্যের তালিকায় পড়ে না। তিনি জানান, মানুষের জীবনযাত্রার ব্যয় কমাতে এনবিআর ইতোমধ্যে পেঁয়াজ, চিনি, আলুসহ একাধিক পণ্যের ওপর আমদানিতে শুল্ক ছাড় দিয়েছে। ফল যেহেতু নিত্যপণ্য নয়, এজন্য আইএমএফ’র কারণে শুল্ক বাড়ানো হয়েছে।

    জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
    অর্থনীতি-ব্যবসা আগেই দাম, নাগালের ফলের বাইরে রমজানের
    Related Posts
    economic growth

    দেশে প্রবৃদ্ধি কমেছে ৩.৯৭ শতাংশ, বেড়েছে দারিদ্র্য

    August 29, 2025
    রিজার্ভ

    দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ ৩১ বিলিয়ন ডলার ছাড়াল

    August 28, 2025
    বাড়িতে ছোট বিজনেস শুরু করার আইডিয়া

    বাড়িতে ছোট বিজনেস শুরু করার আইডিয়া নিয়ে আলোচনা

    August 28, 2025
    সর্বশেষ খবর
    Packers depth chart 2025

    Packers Depth Chart 2025: Full Breakdown of Green Bay’s Updated Roster

    russian-girl

    কোন জিনিস যা করার সময় মেয়েরা চিৎকার করে আর ছেলেরা চুপ থাকে

    Micah Parsons trade

    Micah Parsons Trade Shocks NFL: Packers Win Big in Kenny Clark Deal

    মোবাইলের কিছু ভুল ব্যবহার

    মোবাইলের কিছু ভুল ব্যবহার, যা আপনাকে ধ্বংস করছে

    Prova

    পুরনো ভিডিও নিয়ে কটাক্ষ, সাহসী জবাবে প্রশংসিত প্রভা

    মেয়ে

    মেয়েদের কোন অঙ্গটি প্রতি দুই মাস অন্তর পরিবর্তন হয়

    ওয়েব সিরিজ

    সীমাহীন জনপ্রিয়তা অর্জন করলো এই ওয়েব সিরিজ, দর্শকদের মধ্যে উচ্ছ্বাস!

    shamita

    ভাঙা প্রেমকে ‘মুছে ফেলা অধ্যায়’ বললেন শমিতা শেঠি

    ওয়েব সিরিজ

    নিয়ন্ত্রণ হারাবেন এই সাহসী ওয়েব সিরিজ দেখলে, ঘরের দরজা বন্ধ করে উপভোগ করুন

    জমির দলিল

    দলিলে এসব শব্দ দেখলে সতর্ক হোন, আপনিও পড়তে পারেন আইনি জটিলতা

    • About Us
    • Contact Us
    • Career
    • Advertise
    • DMCA
    • Privacy Policy
    • Feed
    • Banglanews
    © 2025 ZoomBangla News - Powered by ZoomBangla

    Type above and press Enter to search. Press Esc to cancel.