বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক : যেকোনো প্রশ্নের কিংবা তথ্যপ্রাপ্তির সহজ সমাধান হিসেবে বড় ভরসার জায়গা এখন গুগল (Google)। ইন্টারনেট দুনিয়ায় গুগলের মতো বড় শিক্ষক সত্যিই কম। কিন্তু কখনো গুগলকে প্রশ্ন করেছেন Google-এর ফুল ফর্ম কী? Google নামটি সংক্ষিপ্ত রূপ, এর বড় একটি নাম রয়েছে। ইংরেজিতে যাকে বলা হয় ফুল ফর্ম।
আপনি কি জানেন Google-এর ফুল ফর্ম কী?
সোশ্যাল মিডিয়ায় একাধিক সমীক্ষায় দেখা গেছে, ৯৯ শতাংশ মানুষই এটি জানেন না। Google-এর ফুল ফর্ম হলো— গ্লোবাল অর্গানাইজেশন অব ওরিয়েন্টেড গ্রুপ ল্যাঙ্গুয়েজ অব আর্থ (Global Organization of Oriented Group Language of Earth)।
আরেক সার্চ ইঞ্জিন ইয়াহু’র ফুল ফর্ম— ইয়েট অ্যানাদার হায়রারখিকাল অফিশিয়াস ওরাকল (Yet Another Hierarchical Officious Oracle)।
আর আপনার ব্যবহৃত মোবাইলের সিম/SIM-এর ফুল ফর্ম হলো— সাবস্ক্রাইবার আইডেন্টিটি মডিউল (Subscriber Identity Module)।
বর্তমানে Wi-Fi/ওয়াই-ফাই ছাড়া তো এক মুহূর্ত চলে না। এই ওয়াই-ফাই-এর ফুল ফর্ম বলতে পারবেন? ওয়াই-ফাই-এর ফুল ফর্ম হলো— ওয়্যারলেস ফিডেলিটি (Wireless Fidelity)।
আর যে কম্পিউটারের উইন্ডোতে কাজ করেন সেই Window-র ফুল ফর্ম বলুন তো? উইন্ডোর ফুল ফর্ম হলো— ওয়াইড ইন্টারকটিভ নেটওয়ার্ক ডেভেলপমেন্ট ফর অফিস ওয়ার্ক সলিউশন (Wide Interactive Network Development for Office Work Solution)।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।