ট্রাভেল করার ক্ষেত্রে আপনি ফুলফ্রেম ক্যামেরা ব্যবহার করবেন নাকি এপিএস-সি ক্যামেরা ব্যবহার করবেন তা নিয়ে মনের মধ্যে কনফিউশন সৃষ্টি হয়। তবে এপিএস-সি ক্যামেরা আপনার জন্য উপযুক্ত অপশন হতে পারে।
ফুল ফ্রেমের ছোট ভার্সনকে বলা হয় এপিএস-সি সেন্সর। ১৯৯০ সালে উন্নত ফটো সিস্টেমের ব্যবস্থা করতে গিয়ে এ ধারণা সবার সামনে আনা হয়। এটির লাস্টে যে ‘C’ শব্দ ব্যবহার করা হয়েছে তা দ্বারা ক্লাসিক ফরম্যাট বোঝানো হয়েছে।
এপিএস-সি ক্যামেরা ওজনে হাল্কা এবং এটি কম্প্যাক্ট ডিজাইনের হয়ে থাকে। আপনি যখন ভ্রমণে যাবেন তখন ভারী জিনিস বহন করা কষ্টকর। এপিএস-সি ক্যামেরা সাথে নিয়ে আপনি পর্বত চূড়া পর্যন্ত পৌঁছে যেতে পারবেন কোন সমস্যা ব্যতীত।
তাছাড়া ফুলফ্রেম থেকে এপিএস-সি লেন্স হচ্ছে তুলনামূলকভাবে কম ব্যয়বহুল। ফুলফ্রেম ক্যামেরার মতো এখানে ভারী কম্পনেন্ট এর প্রয়োজন হয় না। পাশাপাশি এখানে ভারী গ্লাসের কোন প্রয়োজন হয় না। এটার দাম তুলনায়কভাবে কম।
তাছাড়া ভ্রমণে যাওয়ার পর আপনার ফুলফ্রেম ক্যামেরার তেমন কোন প্রয়োজন হয় না। এপিএস-সি ক্যামেরা দিয়ে আপনি আপনার সকল প্রয়োজন মেটাতে পারবেন। তাছাড়া শখের বসে ফিল্ম মেকিং করার জন্য এপিএস-সি ক্যামেরা আপনার জন্য যথেষ্ট হবে।
এপিএস-সি ক্যামেরা গত কয়েক বছর ধরে জনপ্রিয় হওয়ায় সনি সহ অনেক থার্ড পার্টি কোম্পানি এটির জন্য ভালো মানের লেন্স উৎপাদন করা শুরু করেছে। এর ফলে আপনার চয়েজ আরো বেড়ে গেল। সিগমা ব্র্যান্ড কম দামে হাই কোয়ালিটির গ্লাস তৈরি করছে।
২০১৯ সালে সনি অ্যাপাচার ২.৮ এবং ৫৫ মিলিমিটার বিশিষ্ট একটি দুর্দান্ত লেন্স বাজারে আনতে সক্ষম হয়েছিল। পাশাপাশি ৭০ থেকে ৩৫০ মিলিমিটারের একটি সুপার টেলিফোটো লেন্স মার্কেটে রিলিজ করা হয়েছিল।
যারা ভ্রমণ করতে পছন্দ করেন তারা তাদের অর্থ ক্যামেরা ও লেন্সের পেছনে খরচ করা থেকে ট্রাভেল সেকশনে খরচ করতে পছন্দ করবেন। কাজেই সুলভ মূল্যে এপিএস-সি ক্যামেরার লেন্স পাওয়া গেলে তা ট্যুরিস্টদের জন্য ভালো অপশন হবে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।