বিনোদন ডেস্ক : ভোজপুরি স্টার দীনেশ লাল যাদব অর্থাৎ নিরাহুয়ার অ্যাকশন থেকে রোমান্স দেখতে বেশি ভালোবাসে দর্শক। ভোজপুরি ইন্ডাস্ট্রির শাহরুখ খান বললে কোনো ভুল হবে না তাকে। আর সাথেই যদি থাকে হট অভিনেত্রী কাজল রাঘবানি তাহলে তো আর কথাই নেই।
তাদের দুজনের কেমিস্ট্রি দারুন পছন্দ করে দর্শকরা। যে কারনেই ‘আশিক আওয়ারা’ সিনেমাটি ব্যাপক হিট করেছিল। সেখানেই কার্যত অন ক্যামেরায় রোমান্স মেখেছিলো এই জুটি। সম্প্রতি সেই সিনেমার বিখ্যাত ‘নাথুনীয়া তার লেভে দা’ গানটি ভাইরাল হয়।
গানের শুরুতেই নতুন বৌয়ের বেশে ও ফুলসজ্জার খাটে ধরা দিলেন কাজল। নিরাহুয়া তার কামুক মন নিয়ে আসলেন নায়িকার কাছে। কার্যত তার সারা শরীর ভরিয়ে তুললেন চুম্বনে। কাজল ও এক সময় নিয়ন্ত্রণ হারিয়ে মজে উঠলেন রোমান্স। কাজলের পরনে লেহেঙ্গা-চলি। সাথেই তার উন্মুক্ত পেট ও নাভি, দুর্দান্ত মেকআপ ও শরীরে হিল্লোল তোলা নাচ মন কেড়ে নিয়েছে সবার।
বাড়ির ছাদে দুর্দান্ত ড্যান্স দিলো সুন্দরী যুবতী বৌদি, তুমুল ভাইরাল ভিডিও
‘Worldwide Records Bhojpuri’ নামের চ্যানেল থেকে এই ভিডিওটি আপলোড করা হয়েছিল ৬ বছর আগে। তবে বর্তমানে এই মিউজিক ভিডিওটি নতুন করেই দর্শকদের পছন্দ হয়েছে। ৩৩ লাখের বেশি মানুষ দেখে নিয়েছেন এই ভিডিও। সাথেই প্রচুর লাইক ও কমেন্টের মাধ্যমে কাজল ও নিরাহুয়ার তারিফ করেছে সবাই।
Get the latest Zoom Bangla News first — Follow us on Google News, Twitter, Facebook, Telegram and subscribe to our YouTube channel.