আন্তর্জাতিক ডেস্ক : সহকর্মীদের সঙ্গে মজার ছলে ডিএনএ পরীক্ষা করেছিলেন তরুণী। ডিএনএ পরীক্ষার ফলাফল তাঁকে এক অপ্রত্যাশিত ঘটনার সম্মুখীন করল। রীতিমতো বদলে গেল জন্ম পরিচয়।
সংবাদমাধ্যম সাউথ চায়না মর্নিং পোস্ট জানায়, চাঞ্চল্যকর এই ঘটনাটি চীনের উত্তরাঞ্চলীয় হেনান প্রদেশের জিনজিয়াংয়ের। ডং নামের এক ২৪ বছর বয়সী তরুণী কৌতূহলবশত ডিএনএ টেস্ট করান। পরীক্ষার ফলাফলে দেখা যায়, যাদের এতদিন নিজের বাবা-মা বলে জেনেছেন, তাঁরা ডংয়ের জন্মদাতা মা-বাবা নন।
এক সাক্ষাৎকারে ডং জানান, সহকর্মীরা তাঁকে মজা করে বলতেন, ‘তুমি আমাদের এখানকার না। তোমার চেহারার ধরন আলাদা। উত্তর চীনের মানুষের মতো না।’ এরপর তাঁর নিজের কৌতূহল জাগে। নিজের বাবা-মাকে এ বিষয়ে প্রশ্ন করলে অসলংগ্ন জবাব দিতে থাকেন তাঁরা। এতে তরুণীর সন্দেহ আরও বাড়ে।
শেষ পর্যন্ত ডং ডিএনএ পরীক্ষার সিদ্ধান্ত নেন। পরীক্ষার পর তিনি জানতে পারেন, এতদিন যাদের নিজের বাবা-মা বলে জেনেছেন, তাদের সঙ্গে তাঁর জিনগত কোনো মিল নেই। ডিএনএ বিশ্লেষণ করে বলা হয়েছে, ওই তরুণীর সঙ্গে দক্ষিণ চীনের গুয়াংঝি প্রদেশের মানুষের জিনগত মিল রয়েছে।
জন্ম পরিচয় বদলে যাওয়ার এই তথ্য জানার পর ভেঙে পড়েন ওই তরুণী। সোশ্যাল মিডিয়ায় বিষয়টি প্রকাশ পেলে ওই তরুণীর পাশে দাঁড়ানোর বার্তা দেন অনেকে। আসল বাবা-মাকে খুঁজে বের করার ক্ষেত্রেও পাশে থাকার প্রতিশ্রুতি দিয়েছেন অনেক নেটিজেন। তবে এখন পর্যন্ত ডংয়ের জন্মদাতা মা-বাবার সম্পর্কে কোনো তথ্য পাওয়া যায়নি।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।