বিনোদন ডেস্ক : ‘শকুন্তলম’ ফ্লপ হতেই সামান্থার দিকে কটাক্ষ ছুড়ে দিয়েছিলেন তেলুগু ছবির জনপ্রিয় প্রযোজক চিট্টিবাবু। বলেছিলেন, হিরোইন হিসাবে সামান্থার কেরিয়ার শেষ। স্টারডম আর ফিরে পাবেন না তিনি। যদিও চিট্টিবাবুর কথায় তখন মুখ খোলেননি অভিনেত্রী। তবে এবার পাল্টা দিলেই তিনি।
সরাসরি না হলেও সামান্থা এমন একটি স্টোরি পোস্ট করেছেন ইনস্টাগ্রামে, যাতে পরিষ্কার একথা বোঝা গিয়েছে যে কার উদ্দেশ্যে এই পোস্ট। একটি স্ক্রিনশট সেই স্টোরিতে দেওয়া ছিল। যেখানে দেখা যাচ্ছে, গুগলে সার্চ করা একটি প্রশ্ন। কী সেই প্রশ্ন? তাতে লেখা, মানুষের কানে লম্বা চুল কীভাবে গজায়? গুগলের উত্তর আসে, ‘টেস্টোস্টেরনের কারণে’। সেই সার্চের স্ক্রিনশটটাই নিজের স্টোরিতে দেন অভিনেত্রী। আর উপরে লিখেছেন, ‘যদি আপনি বুঝতে পারেন, বুঝে নিন’।
এই পোস্ট দেখামাত্রই নেটিজেনরা পরিষ্কার বুঝে যান যে সামান্থার কটাক্ষের তির কার দিকে? আসলে চিট্টিবাবুর দু’কানেই বড় চুল। যা সচরাচর দেখা যায় না। তেলুগু ইন্ডাস্ট্রির অন্যতম বড় প্রযোজককে সহজে চেনার উপায়ও তাঁর এই কান। যদিও এই কান নিয়ে এতদিন তেমন কোনও বিড়ম্বনায় পড়তে হয়নি তাঁকে। কিন্তু এবার সামান্থাকে নিয়ে বিদ্রুপ করায় পাল্টা তাঁকে এই কান নিয়েই কটাক্ষের শিকার হতে হল।
যদিও নেটিজেনদের একাংশ সামান্থার এই পোস্ট মোটেও ভালভাবে নেননি। তাঁদের বক্তব্য, চিট্টিবাবু যেটা বলেছেন সামান্থা তার জবাব নিজের কাজের মাধ্যমেই দিতে পারতেন। অভিনেত্রী হিসেবে উনি কতটা উন্নতমানের, তা কারওই অজানা নয়। কিন্তু কাউকে পাল্টা কটাক্ষ করতে তাঁর শারীরিক কোনও বিষয়কে তুলে মজা করা উচিত নয়। সামান্থার মতো অভিনেত্রীর সহবত জ্ঞান থাকা প্রয়োজন। বোকামির পরিচয় দিয়েছেন তিনি।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।