আন্তর্জাতিক ডেস্ক : রাশিয়ার ওপর দিতে যাওয়া ষষ্ঠ নিষেধাজ্ঞা প্যাকেজের বিস্তারিত প্রকাশ করেছেন ইউরোপিয়ান কমিশনের প্রেসিডেন্ট উরসুলা ফন ডার লেন। এই প্যাকেজে চার ধরনের আলাদা নিষেধাজ্ঞা থাকছে।
জানানো হয়েছে, এই প্যাকেজের আওতায় বুচা ‘গণহত্যায়’ জড়িত উচ্চ পদস্থ রাশিয়ার সেনা কর্মকর্তাদের ওপর নিষেধাজ্ঞা দেওয়া হবে। উরসুলা বলেন, ‘আমরা জানি আপনারা কারা, এই দায় থেকে আপনারা মুক্তি পাবেন না।’
এছাড়াও রাশিয়ার বৃহত্তম ব্যাংক এসবেরব্যাংকও থাকবে এই নিষেধাজ্ঞায়। এছাড়াও রাশিয়ার তিন রাষ্ট্রীয় সম্প্রচার মাধ্যমও ইউরোপিয় ইউনিয়নে নিষিদ্ধ করা হবে।
এছাড়াও রাশিয়ার তেল নির্ভরতা কমাতেও বিভিন্ন পদক্ষেপ নেওয়ার কথা জানিয়েছেন উরসুলা। তিনি বলেন, ‘এটা সহজ নয়, তবে এটা আমরা সহেজেই করতে পারবো।’ আগামী ছয় মাসে রাশিয়ার অপরিশোধিত তেল আর ২০২২ সালের মধ্যে পরিশোধিত তেল আমদানি বন্ধের চেষ্টা করা হবে বলেও জানিয়েছে এই ইইউ নেতা।
সূত্র: বিবিসি
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।