জী বাংলার নতুন ধারাবাহিক ‘জগদ্ধাত্রীর’ অভিনেতার আসল পরিচয়

জগদ্ধাত্রীর

বিনোদন ডেস্ক : সারাদিনের কর্মব্যস্ততার জীবনে মানুষকে রিলিফ দিতে বাংলার ধারাবাহিক চ্যানেলগুলো একটা মেডিসিন হিসেবে কাজ করে। তাই তো একের পর এক নতুন ধারাবাহিক নিয়ে দর্শকদের সামনে হাজির হয় তারা। এই যেমন সম্প্রতি স্টার জলসায় এসেছে একের পর এক ধারাবাহিকের নতুন প্রোমো। এই দৌড়ে পিছিয়ে নেই জি বাংলা। তারাও আনছে নতুন ধারাবাহিক ‘জগদ্ধাত্রী’।

জগদ্ধাত্রীর

সম্প্রতি সামনে এসেছে এই নতুন ধারাবাহিক জগদ্ধাত্রীর প্রোমো ভিডিও। তাতে দেখা যাচ্ছে, জগদ্ধাত্রী প্রথম পুজোয় নাড়ু বানাচ্ছে। খানিক ভয়ে ভয়েই নাড়ু বানাচ্ছে সে। এরপর দেখা যায় পুজোর জন্য গঙ্গা জল নেই। তাই গঙ্গা জল আনতে যায় জগদ্ধাত্রী। আর গঙ্গার ঘাটে তাকে একেবারে অন্য রূপে দেখা যায়। তাকে ক্রাইম ব্রাঞ্চের স্পেশাল অফিসার হিসেবে দেখা যাচ্ছে। আর তার সাথে সঙ্গী হিসেবে রয়েছে তার বন্ধুর চরিত্রে অভিনেতা সৌম্যদীপ মুখোপাধ্যায়। সে বাড়িতে জগদ্ধাত্রীর বন্ধু, আর বাড়ির বাইরে স্পেশাল ক্রাইম ব্রাঞ্চ অফিসার।

এই ধারাবাহিকে জগদ্ধাত্রীর ভূমিকায় অভিনয় করছেন অভিনেত্রী অঙ্কিতা মল্লিক। আর তাঁর বিপরীতে রয়েছেন, সৌম্যদীপ মুখোপাধ্যায়। এই অভিনেতাকে একজলক দেখে অনেকেই চিনতে পেরেছেন আবার অনেকের কাছেই অভিনেতা নতুন। তবে আজ আপনাদের জানাতে চলেছি এই অভিনেতার আসল পরিচয় কী? তো চলুন জেনে নেওয়া যাক।

এই অভিনেতা কিন্তু অপরিচিত অভিনেতা নন, তিনি টেলিভিশন ইন্ডাস্ট্রির পরিচিত মুখ। এর আগে অভিনেতা অভিনয় করেছেন কালার্স বাংলায় সম্প্রচারিত হওয়া ধারাবাহিক ‘তিন শক্তির আধার ত্রিশূল’ সিরিয়ালে। এই সিরিয়ালের মধ্যে দিয়েই তাঁর ইন্ডাস্ট্রি জীবনের পথচলা শুরু হয়। এছাড়াও তিনি কাজ করেছেন একাধিক বিজ্ঞাপনে।

পুত্র সন্তানের বাবা হয়ে পরীর উদ্দেশ্য যা বললেন রাজ

প্রসঙ্গত, এই ধারাবাহিকে চরিত্র ‘জগদ্ধাত্রী’ দৈত্ব চরিত্রে অভিনয় করবেন কারণ তার বাড়িতে কেউ জানেনা যে জগদ্ধাত্রী আসলে একজন অফিসার। গঙ্গার ঘাটে বিসর্জনের দিন দেখা যায় দুস্কৃতিরা গুলি ছুড়ছে। সেখানে দুষ্কৃতিদের কবলে পরে একটি বাচ্ছা ছেলে। সেই বাচ্ছা কে নিজেই উদ্ধার করে জগদ্ধাত্রী। এরপর যখন বাড়িতে জগদ্ধাত্রীর খোঁজ পরে, তখন আবার আগের রূপেই বাড়িতে হাজির হয় সে। নতুন সিরিয়ালের এই প্রোমো দেখে উচ্ছসিত দর্শকেরা।