গরমে খাঁচার মধ্যে বসে বসে ক্লান্ত হয়ে পড়েছে শিম্পাঞ্জি। এত গরম যে সত্যিই সহ্য করা যায় না! কিন্তু গরম থেকে রেহাই পাওয়ার উপায়ই বা কী? চিড়িয়াখানার এক কর্মীর দিকে হঠাৎ নজর পড়ল তার। হাতপাখা দিয়ে সুন্দর হাওয়া খাচ্ছিলেন তিনি। যেমন ভাবা, তেমন কাজ। খাঁচার ভিতর থেকে একটি কার্ডবোর্ড জোগাড় করে ফেলল শিম্পাঞ্জি। এটিই হবে তার হাতপাখা।
তার পর খাঁচার ভিতর পা ছড়িয়ে বসে দিব্যি হাওয়া খেতে লাগল সে। সম্প্রতি সমাজমাধ্যমের পাতায় এমনই একটি ভিডিয়ো ছড়িয়ে পড়েছে (যদিও সেই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম)।
‘মাস্টশেয়ারনিউজ়’ নামের অ্যাকাউন্ট থেকে ইনস্টাগ্রামের পাতায় একটি ভিডিয়ো পোস্ট করা হয়েছে। সেই ভিডিয়োয় দেখা গিয়েছে যে, ঠোঁট বেঁকিয়ে একটি কার্ডবোর্ড নাড়িয়ে নিজেকে হাওয়া করতে ব্যস্ত একটি শিম্পাঞ্জি। খাঁচার ভিতর বসে ‘হাতপাখা’ দিয়ে হাওয়া খাচ্ছে সে।
চলতি বছরের জুলাই মাসে এই ঘটনাটি চিনের হেবেই প্রদেশের একটি চিড়িয়াখানায় ঘটেছে। জানা গিয়েছে, সেই শিম্পাঞ্জিটির বয়স ১৯ বছর। চিনে সে দিন তাপমাত্রা ছিল ৪০ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।