ভারতের মার্কেটে নোকিয়ার জনপ্রিয়তা ব্যাপক। মাঝারি বাজেটে যারা ভালো ক্যামেরা ফোন খুঁজছেন তাদের জন্য Nokia G60 5G স্মার্টফোনটি উপযুক্ত হবে। আজ এ মোবাইলের স্পেসিফিকেশন সম্পর্কে পাঠকদের জন্য বিস্তারিত আলোচনা করা হবে।
Nokia এর নতুন ডিভাইসের সবথেকে ইন্টারেস্টিং বিষয় হচ্ছে এটির ব্যাক প্যানেল শতভাগ recycled plastic দিয়ে তৈরি করা। ডিভাইসটির ডিসপ্লে রেজুলেশন হচ্ছে 1080×2400 পিক্সেল। স্মার্টফোনটিতে 6.58 ইঞ্চির ডিসপ্লে ব্যবহার করা হয়েছে।
স্মার্টফোনটিতে এন্ড্রয়েড 12 অপারেটিং সিস্টেম ইনস্টল করা থাকবে। Nokia এর হ্যান্ডসেটটিতে Snapdragon 695 5G চিপসেট ব্যবহার করা হয়েছে। এটি একটি অক্টোবর প্রসেসর।
স্মার্টফোনটিতে 6 জিবি র্যাম এবং 128 জিবি ইন্টার্নাল স্টোরেজ থাকবে। তবে অন্য ভেরিয়েন্টের স্মার্টফোন মার্কেটে অ্যাভেলেবল থাকবে কিনা তা নিশ্চিত না। IP52 water resistant ফিচার থাকার কারণে পানিতে ডিভাইসটি তেমন ক্ষতিগ্রস্থ হবে না।
Nokia G60 5G হ্যান্ডসেটের প্রাইমারি ক্যামেরা হবে 50 মেগাপিক্সেল। ক্যামেরাটির অ্যাপাচার হচ্ছে 1.8। পাশাপাশি স্মার্টফোনের সামনে 8 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা ইন্সটল করা হয়েছে। এটির অ্যাপাচার হচ্ছে 2।
স্মার্টফোনের সামনে কর্নিল গরিলা গ্লাস 5 এর প্রোটেকশন থাকবে। লিথিয়াম আয়নের 4500 মেগাহার্জের ব্যাটারি স্মার্টফোনটিকে পাওয়ার প্রদান করবে। পাশাপাশি 20 ওয়াটের ফাস্ট চার্জিং সিস্টেম ব্যবহার করা হয়েছে।
ভারতীয় মুদ্রায় Nokia G60 5G ডিভাইসটির দাম হবে 28 হাজার রুপি ও বাংলাদেশের মুদ্রায় এটির দাম হবে 35 হাজার টাকা। এটির ব্যাটারি যথেষ্ট শক্তিশালী হওয়ায় দৈনন্দিন কাজ সহজেই করতে পারবেন।
Nokia G60 5G হ্যান্ডসেটের একটি উল্লেখযোগ্য ফিচার হচ্ছে এখানে 120 হার্জের ডিসপ্লে ব্যবহার করা হয়েছে। তবে যারা নিয়মিত গেমিং করেন তাদের জন্য এটি সম্ভবত খুব উপযুক্ত হবে না।
ফিচার ও স্পেসিফিকেশন অনুযায়ী Nokia G60 5G স্মার্টফোনের ছবি তোলার সক্ষমতা প্রশংসার দাবি রাখে। মাঝারি বাজেটে 5G ব্যবহারের সুযোগ থাকছে এ হ্যান্ডসেটে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।