বিনোদন ডেস্ক : ‘গদর’ ছবির ২২ বছর পড়ে আসছে সিকুয়েল ‘গদর টু’। তাই ছবিটিকে ঘিরে দর্শকের উত্তেজনা তুঙ্গে। অগ্রিম টিকেট কেনার জন্য যে এতটা উন্মাদনা দেখা যাবে, তা ভাবতেও পারেননি নির্মাতা-প্রযোজক।
প্রযোজকদের কাছের এক সূত্র বলেছে, ‘ছবিটিকে ঘিরে মাতামাতি হবে তা ধারণা করা হয়েছিল, কিন্তু এতটা আশাতীত। পরিস্থিতি বিবেচনা করে স্ক্রিনের সংখ্যা বাড়ানোর সিদ্ধান্ত নেয়া হয়েছে।
সূত্র আরও বলেছেন, ‘প্রথমে ২৫০০ স্ক্রিনে মুক্তি দেয়ার কথা ছিল। এখন বাড়িয়ে প্রায় ৩৫০০ স্ক্রিন করা হয়েছে।’
গত সপ্তাহ থেকে শুরু হয়েছে ‘গদর টু’ ছবির অগ্রিম টিকিট বুকিং। ওপেনিং ডে-র জন্য এখন পর্যন্ত বিক্রি হয়েছে ৭৬,০০০-র বেশি টিকিট। অনুমান করা হচ্ছে, ওপেনিং ডে-তে ছবির আয় রেকর্ড গড়তে চলেছে।
ই ছবির মুল চরিত্রে অভিনয় করেছেন উৎকর্ষ শর্মা। গদর ছবিতে সানি এক শিখ ট্রাক চালক ছিলেন। ঘটনাচক্রে তিনি সাকিনার (আমিশা) সঙ্গে তিনি বিবাহ বন্ধনে আবদ্ধ হন। ধর্ম আলাদা হলেও সেই পরিস্থিতি তারা কীভাবে সামলেছিলেন তা দেখা যাবে এই ছবিতে। উৎকর্ষ শর্মা এখানে সানি এবং আমিশার ছেলের চরিত্রে অভিনয় করবেন। তিনিই ‘গদর: এক প্রেমকথা’ ছবিতে সানি, আমিশার ছেলের ভূমিকায় অভিনয় করেছিলেন।
২০০১ সালে ‘গদর: এক প্রেমকথা’ ছবিটি বক্স অফিসে ঝড় তুলেছিল। ১১ আগস্ট মুক্তি পাবে ‘গদর টু’। ছবিটি পরিচালনা করেছেন অনিল শর্মা। সূত্র: কইমই
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।