গাইবান্ধার সাত উপজেলার ৩৩টি কলেজে এবারের প্রকাশিত এইচএসসি পরীক্ষার ফলাফল ভালো হলেও দুটি কলেজ থেকে কোন পরীক্ষার্থীই পাস করতে পারেনি।
শুক্রবার (১৭ অক্টোবর) সকালে বিষয়টি নিশ্চিত করেন জেলা শিক্ষা অফিসার আতাউর রহমান। এর আগে বৃহস্পতিবার এইচএসসির ফল প্রকাশ পেলে এ তথ্য পাওয়া যায়।
জেলা শিক্ষা অফিস সূত্রে জানা গেছে, গাইবান্ধা জেলা সদর, সাদুল্লাপুর, ফুলছড়ি, সাঘাটা, সুন্দরগঞ্জ, গোবিন্দগঞ্জ ও পলাশবাড়ি উপজেলায় মোট ৩৩টি কলেজ রয়েছে। এবার এইচএসসি পরীক্ষায় ৩১টি কলেজ থেকে শিক্ষার্থীরা ভালো ফলাফল করে। তবে দুই কলেজে এবারের এইচএসসি পরীক্ষায় অংশ নেওয়া সব শিক্ষার্থীই ফেল করেছে।
খোঁজ নিয়ে জানা যায়, গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার ঘগোয়া হাইস্কুল অ্যান্ড কলেজ থেকে ১ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করেন। তিনি ফেল করেছেন। গত বছরও এই কলেজে পাসের হার ছিল শূন্য। অন্যদিকে সাঘাটা উপজেলার জুমারবাড়ি মহিলা কলেজ থেকে ৫ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করলেও কেউ পাস করতে পারেননি।
গাইবান্ধা জেলা শিক্ষা অফিসার আতাউর রহমান বলেন, বিষয়টি খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।