জুমবাংলা ডেস্ক : গাইবান্ধার সাদুল্লাপুরে ১৮ পিচ ইয়াবাসহ সাবেক ইউপি সদস্য ও ইউনিয়ন মহিলা দলের সাধারণ সম্পাদক শাহনাজ পারভীনকে গ্রেপ্তার করেছে পুলিশ।গতকাল বৃহস্পতিবার রাত ১২টায় এলাকাবাসী তাকে নিজ বাড়িতে অবরুদ্ধ করে পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে এসে পারভীনকে গ্রেপ্তার করে। এ সময় গুলের কৌটার মধ্যে পলিথিনে মোড়ানো অবস্থায় ১৮ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
শাহনাজ পারভীন মোংলাপাড়া গ্রামের আজিজার রহমানের স্ত্রী। স্থানীয়রা জানান শাহনাজ পারভীন দীর্ঘদিন থেকে মাদক বিক্রিসহ অসামাজিক কার্যকলাপের সঙ্গে জরিত আছেন। সম্প্রতি তিনি মহিলা দলের ধাপের হাট ইউনিয়ন সাধারণ সম্পাদকের পদ বাগিয়ে নিয়ে বেপরোয়া হয়ে উঠে এলাকায় নিজ বাড়িতে বসেই মাদকের ব্যবসা শুরু করেছেন।
মহিলা দলের উপজেলা সভাপতি রিতু আলম বলেন, ‘বিষয়টি আমি জেনেছি তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে। ’
সাদুল্লাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তাজউদ্দিন বলেন, ‘১৮ পিস ইয়াবাসহ এক নারী মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে। মাদক নির্মূলে আমাদের অভিযান অব্যহত থাকবে। ’
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।