গাজীপুরে চন্দ্রা-নবীনগর মহাসড়ক অবরোধে তীব্র যানজট

gajipur

জুমবাংলা ডেস্ক : গাজীপুরে চন্দ্রা-নবীনগর মহাসড়ক অবরোধ করে তিনটি কারখানার শ্রমিকরা বিক্ষোভ করছেন। টানা চতুর্থদিনের মত মঙ্গলবার সকাল ৯টা থেকে সব ধরনের গণপরিবহন চলাচল বন্ধ রয়েছে। তবে অটোরিকশা চলাচল করছে। এতে চরম দুর্ভোগে পড়েছেন ওই সড়কে চলাচলকারী দূরপাল্লার যাত্রী ও চালকরা। সড়ক বন্ধ থাকায় অনেকেই বিকল্প সড়ক দিয়ে যাতায়াত করছেন।

gajipur

কারখানা শ্রমিক ও শিল্প পুলিশের সঙ্গে কথা বলে জানা যায়, অক্টোবরের বেতনের দাবিতে চতুর্থ দিনের মতো আজ সকাল সাড়ে ৯টা থেকে শ্রমিকেরা বিক্ষোভ শুরু করেন। এদিকে দীর্ঘদিন বন্ধ থাকায় কারখানা খুলে দেয়ার দাবিতে একটি ও শ্রমিক ছাঁটাইয়ের প্রতিবাদে আরেকটি কারখানার শ্রমিকরা সকালে কারখানার সামনে থেকে বিক্ষোভ মিছিল নিয়ে চন্দ্রা-নবীনগর সড়কের চক্রবর্তী ও জিরানি বাজার এলাকায় যার যার কারখানার সামনে অবস্থান নেন।

ওইসব কারখানার শ্রমিকদের হামলার আশংকায় আশপাশের কয়েকটি কারখানা ছুটি ঘোষণা করেছে কর্তৃপক্ষ। গতকাল রাত পর্যন্ত বিক্ষোভ করে ১১টার দিকে শ্রমিকেরা বাড়ি ফিরে যান। আজ সকাল সাড়ে ৯টা থেকে আবার শ্রমিকেরা এই মহাসড়কে অবস্থান নিয়ে অবরোধ করেন।

মেহজাবিনের অভিনয়ে মুগ্ধ মিশরীয় দর্শকরা

কাশিমপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: রফিকুল ইসলাম বলেন, গত কয়েক দিনের মতো আজও শ্রমিকরা সকাল থেকে সড়ক অবরোধ করে বিক্ষোভ করছে। ওই সড়কে যানবাহন চলাচল বন্ধ রয়েছে। আশপাশের এলাকায় থানা পুলিশ ও শিল্পপুলিশ মোতায়েন রয়েছে।