গাজীপুরে পুলিশের বিরুদ্ধে চাঁদাবাজি ও মামলা দিয়ে হয়রানিসহ নানা অনিয়মের অভিযোগে মহাসড়ক অবরোধ করে প্রতিবাদ জানিয়েছেন সিএনজি ও অটোরিকশার চালকরা। রবিবার (২৮ সেপ্টেম্বর) দুপুর ১২টার দিকে নগরীর বাসন থানার কড্ডা ব্রিজ এলাকার ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে এ প্রতিবাদ জানান তারা। এতে মহাসড়কে সৃষ্টি হয় তীব্র যানজটের। ভোগান্তিতে পড়েন অসংখ্য যাত্রী।
আন্দোলনকারী চালকরা জানান, মহানগর এলাকার মহাসড়কে সিএনজি-অটোরিকশা চলাচলে বাধা নেই। কিন্তু গাজীপুর মহানগর এলাকায় ঢাকা-টাঙ্গাইল ও ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে উঠলেই নানা ধরনের হয়রানির শিকার হচ্ছেন তারা।
কিছু ট্রাফিক পুলিশ তাদের কাছ থেকে নিয়মিত চাঁদা আদায় করেন। চাঁদা না পেলে অটোরিকশা আটকে মামলা দেন তারা।
এসব হয়রানীর প্রতিবাদে এবং মহাসড়কে বাঁধাহীন চলাচলের দাবিতে আজ এ অবরোধ করা হয়। নগরীর বাসন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহীন খান বলেন, ‘খবর পেয়ে পরিবহন শ্রমিক নেতা গাজীপুর সিটি করপোরেশনের সাবেক কাউন্সিলর ফয়সাল আহম সরকারকে নিয়ে ঘটনাস্থলে উপস্থিত হই।
চালকদের হয়রানী বন্ধ এবং সমস্যার সমাধানে সোমবার পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা ও শ্রমিক নেতাদের বৈঠকের আশ্বাস দিলে দেড় ঘণ্টা পর আন্দোলনকারীরা অবরোধ তুলে নেন।’
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।