গাজীপুরের কালিগঞ্জে নির্বাচনী প্রচারণায় ভিন্ন কৌশল নিলেন গাজীপুর-৫ আসনের বিএনপি মনোনীত প্রার্থী এ কে এম ফজলুল হক মিলন। ভোটারদের কাছে পৌঁছাতে তিনি ও তার স্ত্রী শম্পা হক গান পরিবেশনের মাধ্যমে মন জয়ের চেষ্টা করেন।

শনিবার (২৪ জানুয়ারি) রাতে কালিগঞ্জ উপজেলার তুমুলিয়া ইউনিয়নের দারকাভাঙা যুব সংঘ আয়োজিত সরস্বতী পূজা উপলক্ষে এক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এ কে এম ফজলুল হক মিলন। মঞ্চে তার সঙ্গে ছিলেন স্ত্রী শম্পা হক।
অনুষ্ঠানে ফজলুল হক মিলন গান পরিবেশন করলে শীতের কারণে কণ্ঠ কিছুটা ভাঙা থাকলেও উপস্থিত নেতাকর্মী ও দর্শকরা তা উপভোগ করেন। গান চলাকালে তার স্ত্রী শম্পা হক ঠোঁট মিলিয়ে স্বামীকে উৎসাহ দিতে থাকেন। গান শেষে হাততালি ও স্লোগানে মুখর হয়ে ওঠে পুরো অনুষ্ঠানস্থল।
এই গান পরিবেশনের ভিডিওটি পরে ফজলুল হক মিলন তার ব্যক্তিগত ফেসবুক অ্যাকাউন্টে শেয়ার করেন। পোস্ট করার প্রথম এক ঘণ্টার মধ্যেই ভিডিওটি ৪৪১টি লাইক, ৫৯টি মন্তব্য এবং ৬৫টি শেয়ার পায়। মন্তব্যে অধিকাংশ মানুষ তার গানের প্রশংসা করেন।
বকুল হোসেন নামের একজন মন্তব্যে লেখেন, আগে গাড়িতে নেতার গান শুনে ভালো লেগেছিল, সাউন্ড সিস্টেম ভালো হলে এবার আরও ভালো হতো। সব সীমাবদ্ধতার মধ্যেও পরিবেশন ছিল প্রশংসনীয়। তিনি নেতাকে ‘অলরাউন্ডার’ বলে অভিহিত করেন।
এছাড়া অভিনেতা ও বিএনপি নেতা আশরাফ হোসেন টুলু মন্তব্যে লেখেন, রাজনীতির পাশাপাশি সংগীতচর্চা নিশ্চয়ই দেশের শিল্প-সাহিত্যের বিকাশে ভূমিকা রাখবে।
ভিডিওতে আরও অনেকেই ‘দারুণ গান’, ‘অসাধারণ পরিবেশনা’সহ নানা প্রশংসাসূচক মন্তব্য করেন।
এ বিষয়ে প্রতিক্রিয়া জানতে এ কে এম ফজলুল হক মিলনের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলে তিনি ফোন কেটে দেন।
উল্লেখ্য, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে গাজীপুর-৫ (কালিগঞ্জ) আসনে বিএনপি, জামায়াত, ইসলামী আন্দোলনসহ মোট সাতজন প্রার্থী প্রতীক নিয়ে প্রচারণায় রয়েছেন।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।


