জুমবাংলা ডেস্ক : গাজীপুরের কাপাসিয়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. মিজানুর রহমানকে গ্রেফতার করেছে র্যাব। বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) বিকেলে তাকে গ্রেফতার করা হয়। পরে র্যাব সদস্যরা রাতে তাকে কাপাসিয়া থানায় হস্তান্তর করেন।
জানা যায়, ৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পতন হলে কাপাসিয়া উপজেলা আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতাদের মতো উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মিজানুর রহমান প্রধান পলাতক ছিলেন। বৃহস্পতিবার বিকেলে তিনি গাজীপুর শহরের শিববাড়ি মোড় এলাকা থেকে রাজধানীর উত্তরা যাওয়ার সময় সংবাদ পেয়ে র্যাব-১ এর সদস্যরা কাপাসিয়া থানার ১১/১৮৪ নং মামলায় তাকে গ্রেফতার করে।
ওই মামলায় অভিযোগ রয়েছে, ২০২৩ সালের ১৬ জানুয়ারি কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বিক্ষোভ মিছিলের প্রস্তুতি নিতে বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপজেলার সাফাইশ্রী এলাকায় বিএনপি কার্যালয়ের সামনে সমবেত হলে মিজানুর রহমানের নেতৃত্বে আওয়ামী লীগ অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা তাদের ওপর হামলা চালিয়ে বেশ কয়েকজনকে গুরুতর আহত করেছিল। পরে আওয়ামী লীগ সরকার পতন হলে সেই ঘটনায় গত ৭ সেপ্টেম্বর উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক মীর মাহমুদুল হাসান মাসুম মিজানুর রহমানসহ ২৪ জনের নাম উল্লেখ করে এবং ৩০-৪০ জন অজ্ঞাতনামা আসামির বিরুদ্ধে একটি মামলা করেন। গতকাল তাকে ওই মামলায় গ্রেফতার দেখিয়ে কাপাসিয়া থানায় হস্তান্তর করেছেন র্যাব।
কাপাসিয়া থানার ওসি মো. কামাল হোসন জানান, মিজানুর রহমানের বিরুদ্ধে কাপাসিয়া থানায় একাধিক মামলা রয়েছে। তাকে কাপাসিয়া থানার ১১/১৮৪ নং মামলায় গ্রেফতার করা হয়েছে। এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।